চকরিয়ায় উপকারভোগিদের মাঝে যাকাত ফান্ডের ৩লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চকরিয়ায় উপকারভোগিদের মাঝে যাকাত ফান্ডের ৩লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চকরিয়া টাইমস :


চকরিয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডের ২০২৪-২৫ অর্থ বছরের বরাদ্দকৃত ৩লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) চকরিয়া উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী।

ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দীন, সাহারবিল রামপুর জামেয়া আননেছাইয়া কাওমী মহিলা মাদরাসা মুহতামিম মাওলানা রাশেদুল হক, মজিদিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ওসমান গণি এমএ ও মাওলানা আবুল হাসেম প্রমুখ।

অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে গৃহমেরামতের জন্য ২৭জনকে জনপ্রতি ৮হাজার করে ২লাখ ১৬হাজার টাকা, চিকিৎসার জন্য ১১জনকে ৫হাজার করে ৫৫হাজার টাকা, হাসঁ মুরগী পালনের জন্য ১৩ জনকে ৫হাজার টাকা করে ৬৫হাজার টাকা, ছাগল পালনের জন্য ৪ জনকে ৭হাজার টাকা করে ২৮হাজার টাকা, ক্ষুদ্র ব্যবসার জন্য ২ জনকে, ১২হাজার টাকা করে ২৪হাজার টাকাসহ সর্বমোট ৩লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

দেশের স্থিতিশীলতা বিনষ্টকারীদের দমনে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : মুহাম্মদ শাহজাহান

দেশের স্থিতিশীলতা বিনষ্টকারীদের দমনে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস : 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্ভাবনার এই লগ্নে বিভিন্ন অপকর্মমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতকারী। অসাধু উদ্দেশ্যে দেশকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার জন্য লিপ্ত রয়েছে গণতন্ত্র ধ্বংসকারীরা। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী এই অপশক্তি দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (৭ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীলদের এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, সরকারকে কোনো ধরনের সময় বা সুযোগ না দিয়েই রাষ্ট্রের বিভিন্ন অংশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রচেষ্টা চলমান রয়েছে। অবৈধভাবে অর্থ ছড়িয়ে বিভিন্ন গোষ্ঠীকে উত্তেজিত করে রাজপথে নামানো হচ্ছে। এখন সময় এসেছে এই ষড়যন্ত্র এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার। সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে এবং দৃঢ়তার সাথে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সরকারের পাশাপাশি জনগণকেও দৃঢ় পদক্ষেপ নিতে হবে, যেকোনো ধরনের বৈষম্য এবং ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি উন্নয়নের পথে এগিয়ে যায়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টের মিথ্যা মামলায় কারাগারে বন্দী রয়েছেন। আমরা আজকের বৈঠক থেকে আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবি করছি।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অঞ্চল দায়িত্বশীল সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লা ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, মাওলানা মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ,রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল আলম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।
জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে কক্সবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে কক্সবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

চকরিয়া টাইমস: 

কারান্তরীণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা। 

বুধবার (৭ মে) দুপুর দুইটায় মিছিলটি কক্সবাজার শহরের বাজারঘাটা নিউ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। 

জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মো. আলাউদ্দিন আবির। 

এসময় রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আ.ন.ম হারুন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, মো. বাহাদুর, ছাত্রনেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশ থেকে জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের আঞ্চলিক কর্মশালা

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের আঞ্চলিক কর্মশালা

চকরিয়া টাইমস :

“দক্ষ সংগঠক, বিস্তৃত আহবান“ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার অঞ্চলের সংগঠকদের নিয়ে আঞ্চলিক কর্মশালা-২০২৫ সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ মে) কক্সবাজারের হোটেল ওশান ভিউর হলরুমে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক সাইফুল ইসলাম।

অঞ্চল তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আল আমিনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসরের সিএসডি সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক সুলতান মাহমুদ মুস্তাকিম।

অনুষ্ঠানে শিশু সংগঠন পরিচালনায় শিশু সংগঠকদের ভূমিকার উপর বিভিন্ন ইভেন্টে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে বিভিন্ন আলোচনার উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বান্দরবান শাখার পরিচালক অগ্রপথিক আজিজ মাহমুদ।

কর্মশালা শেষে প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিদের কক্সবাজার অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসহাকের জানাযা সম্পন্ন

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসহাকের জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস : 

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসহাকের নামাযে জানাযা জালিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা আক্তার হোছাইন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুম মাওলানার লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন মরহুম মাওলানা মোহাম্মদ ইসহাক ছিলেন উখিয়া উপজেলার একাধারে প্রবীন শিক্ষক, সমাজসেবক ও বরেণ্য আলেমে দ্বীন এবং ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ দায়িত্বশীল ব্যাক্তি। তার পরিবারের সকল সন্তানরা আলেম ও সমাজে সুপ্রতিষ্ঠিত এবং তারাও ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মরহুম মাওলানা ইসহাক সাহেব একজন উন্নত আমল সম্পন্ন আলেম ও সৎ ঈমানদার মানুষ। তিনি ২০০১ সালে আমার নির্বাচনে উদ্ধৃত্ত টাকা ফেরত দিয়ে সততার প্রমাণ দিয়েছেন।

এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, রাজাপালং এমইউ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও মরহুমের ছেলে দৈনিক সংগ্রাম উপজেলা সংবাদদাতা মুহাম্মদ রিদওয়ানুল হক জিশান।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা ইসহাক (৯৪) রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বর্ণাঢ্য সংসার জীবনে ৯ ছেলে ও ৩কন্যা সন্তানের জনক ছিলেন।

চারদিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

চারদিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

চকরিয়া টাইমস : 

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাফর আলমের (৬৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন।

এদিন সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৮ এপ্রিল জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সেফাতুল্লাহর আদালত।

এর আগে, ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। একইদিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে।

এ সময় বিএনপির সমাবেশ পণ্ড করতে পুলিশের সহায়তায় দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

জাফর আলম ২০১৮ সালে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে কমপক্ষে ১৫ থেকে ১৬টি মামলা করা হয়েছে।

সূত্র : ইউএনবি

চকরিয়ায় ভুক্তভোগি পরিবারের সাংবাদিক সম্মেলন : সাজানো ঘটনার মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে

চকরিয়ায় ভুক্তভোগি পরিবারের সাংবাদিক সম্মেলন : সাজানো ঘটনার মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে

চকরিয়া টাইসম:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকায় মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করায় পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে মাস খানেক পূর্বের একটা মিথ্যা ধর্ষণ ঘটনা সাজিয়ে মৌলভীরকুমবাজার পাড়ার সমাজপতি শাহাবুদ্দিন সওদাগর (৬৫) এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি মিথ্যা ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে কতিপয় মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন নিউজ পোর্টালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জড়িয়ে হয়রানি ও মানহানিকর ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে রোববার (৪ মে) চকরিয়া থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুবিচার কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহাবুদ্দিন সওদাগরের পরিবার।

চকরিয়া পৌরশহরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাজানো ধর্ষণ ঘটনা নিয়ে এলাকার মাদকসেবি ও কতিপয় স্বার্থানেষী মহলের নানামুখী ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার, ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম, সেলিনা আক্তার, এ্যানি আক্তার এবং দুই ছেলে মোহাম্মদ মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন। এসময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার (৫৬) বলেন, আমার স্বামী একজন শারীরিকভাবে অসুস্থ মানুষ। তিনি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। সংসার জীবনে তিনি একবারে অক্ষম একজন মানুষ। দীর্ঘ সাতবছর ধরে তিনি সংসার জীবন করতে পারছেনা। সেখানে তিনি কীভাবে ধর্ষণের মতো ঘটনায় জড়িত হবে, তা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

তিনি বলেন, এলাকায় তিনি দীর্ঘ সময় ধরে সমাজপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কতিপয় মহল এতে বেশি ইর্ষাণিত। তাঁকে দায়িত্ব থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবে পরিকল্পিতভাবে ধর্ষণের মতো একটি সাজানো ঘটনায় তাঁকে জড়িয়ে মামলায় আসামি করা হয়েছে।

শাহাবুদ্দিন সওদাগরের ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম বলেন, আমার ভাসুর একজন ধার্মিক মানুষ। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন। ফজরের নামাজের পর তিনি প্রতিদিন কুরআন তেলোয়াত করেন। তিনিই একমাত্র ব্যক্তি আমাদের এলাকায় মসজিদে গিয়ে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করেন। তিনি এধরণের ঘটনায় কোনভাবে জড়িত নন।

সাংবাদিক সম্মেলনে শাহাবুদ্দিন সওদাগরের দুুই ছেলে মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন বলেন, আমাদের বাবার অপরাধ তিনি দীর্ঘ সময় ধরে সততার সঙ্গে এলাকায় সমাজপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এলাকায় মাদকসেবি খারাপ মানুষের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। সেকারণে সমাজের খারাপ প্রকৃতির মানুষগুলো আমাদের বাবার উপর ক্ষুব্ধ। এই চক্রান্তের অংশ হিসেবে তাঁরা একমাস আগের একটি সাজানো ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে দিয়েছে।

দুই ছেলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আমাদের বাবা যদি সত্যিকারের অপরাধী হয, আমরা বিচার মাথা পেতে নেব। তবে তাঁর আগে ধর্ষণ ঘটনার মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে ঘটনার সত্যতা নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হবে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই, নিরপেক্ষ নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

শাহাবুদ্দিন সওদাগরের পরিবার সদস্যরা বলেন, আমরা মিডিয়া ট্রায়াল বা অপপ্রচারের শিকার। একটি মিথ্যা ঘটনায় আমাদের পরিবার সদস্যদের জীবনযাপন বিষিয়ে তুলেছে। এখন রাতের বেলায় আমাদের বাড়িতে এসে হামলা চালানো হচ্ছে। পরিবারের নারীদের ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সুবিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

জমজম হাসপাতাল গোলাম কবির কর্তৃক বেআইনিভাবে দখল প্রসঙ্গে পরিচালকদ্বয়ের বিবৃতি

জমজম হাসপাতাল গোলাম কবির কর্তৃক বেআইনিভাবে দখল প্রসঙ্গে পরিচালকদ্বয়ের বিবৃতি

চকরিয়া টাইমস: 

জমজম হাসপাতাল গোলাম কবির কর্তৃক বেআইনিভাবে দখল করেছে দাবি করে প্রাসঙ্গিক বিবৃতি দিয়েছেন হাসপাতালের পরিচালক (অর্থ) এহসানুল আনোয়ার ও পরিচালক জিএম রুকুন উদ্দিন। বিবৃতিতে পরিচালকদ্বয় জানান, বিগত ১৬/০১/২০২১ ইং তারিখ হতে জমজম হাসপাতাল পাবলিক লিঃ কোম্পানীতে রূপান্তরের পর হতে কোম্পানীর  বিধি অনুসরণ করে এক-তৃতীয়াংশ পরিচালকের আবর্তনমুলক অবসর গ্রহণের মাধ্যমে হাসপাতালের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।একইভাবে ১৮/০৫/২০২৪ ইং তারিখ জমজম হাসপাতালে অনুষ্ঠিত এজিএমে পাবলিক লিঃএর বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে ব্যবস্হাপনা পরিচালক পদে গোলাম কবির নির্বাচিত হতে না পেরে জমজম হাসপাতালের বতর্মান পরিচালনা পর্ষদকে চ্যালেঞ্জ করে এখলাছ কবিরগং এর মাধ্যমে হাইকোর্টে  মামলা করেন। পরবর্তীতে মামলার দুই এক দফা শুনানির পর  তাদের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা যে ক্ষীন, তা বুঝতে পেরে বর্তমান পরিচালনা পরিষদে গোলাম কবিরগংদের অন্ততঃ বোর্ড মেম্বার হিসাবে রাখার জন্য আলাদা একটি পিটিশন দাখিল করেন।

উপরোক্ত তথ্য নিশ্চিত হাসপাতালের পরিচালক (অর্থ) এহসানুল আনোয়ার ও পরিচালক জিএম রুকুন উদ্দিন আরো জানান, পিটিশনটি প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীতে আপীল বিভাগে খারিজ হয়ে যায়। আপনারা নিশ্চয় অবগত আছেন গত ১৯/০৪/২০২৫ ইং তারিখ গোলাম কবির সাম্পান রেস্টুরেন্টে মিটিং করে পাবলিক লিঃ কোম্পানীর বিধি অনুসরণ করেই এক তৃতীয়াংশ পরিচালকের নির্বাচনের অংশ হিসাবে ০৫ জন পরিচালক নির্বাচনের জন্য মিটিং ডাকেন। কারণ সেই সময় গোলামকবিরগং আপীল বিভাগের রায়ের প্রতি আশাবাদী ছিলেন। 

ইতিমধ্যে আপিল বিভাগে দাখিলকৃত গোলাম কবিরগংয়ের পিটিশন খারিজ হয়ে যাওয়ার সার্টিফাই কফি আমাদের হাতে পৌঁছেছে। অর্থাৎ গোলাম কবিরগং বর্তমানে জমজম হাসপাতালের পরিচালক নন। ফলে গোলাম কবির ১৩ পরিচালকের সব পথ হারিয়ে এখন পাঁচজনের পরিবর্তে ১৩ জন পরিচালকের নতুন করে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন। যা পাবলিক লিঃ কোম্পানি আইনের সরাসরি পরিপন্থী। 

পরিচালক জিএম রুকুন উদ্দিন জানান, শনিবার (৩ মে) গোলাম কবিরগং সংঘবদ্ধ দলবল নিয়ে জনমনে ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে  তালা ভেঙ্গে হাসপাতাল পরিচালকের প্রশাসনিক কক্ষসমূহ দখল করে। এ ঘটনায় হাসপাতাল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, এখানে একটা বিষয় পরিষ্কারভাবে সকলের জানা দরকার যে; জমজম হাসপাতাল একটা প্রতিষ্ঠান। 

এটা সঙ্গত কারণে পাবলিক লিঃ কোম্পানির বিধি মোতাবেক পরিচালিত হয়ে আসছে। কারও ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য ইচ্ছা করলে পাবলিক হিসাবে ০৫ জনের নির্বাচন বা মনোমত না হলে প্রাইভেট লিমিটেডে ফিরে গিয়ে ১৩ জনের নির্বাচন করার সুযোগ নেই। তিনি ইতিপূর্বেও নিজের চেয়ার রক্ষার জন্য কোম্পানির অনেক ক্ষতি করেছেন। এখনও নিজেকে কখনো এমডি/ ডিএমডি/সিও দাবি করে পুনরায় জমজম হাসপাতালকে ধ্বংস করার পায়তারা করতেছেন।

আবদুল্লাহ আল ফারুখ তথা দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবো : অধ্যাপক এনামুল হক মনজু

আবদুল্লাহ আল ফারুখ তথা দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবো : অধ্যাপক এনামুল হক মনজু

চকরিয়া টাইমস :

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এনামুল হক মনজুর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের অর্থ সম্পাদক ও কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

আজ রোববার (৪ এ্রপ্রিল) দুপুর বারোটার রাজধানীর হাতিরপুল এলাকায় এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। এতে জননেতা এনামুল হক মনজু বলেন, আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজার-১ আসনের জামায়াত মনোনীত সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুখকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয় করার লক্ষ্যে চকরিয়া-পেকুয়া সর্বস্তরের মানুষের সাথে কাজ করে যাবো।

তিনি আরো বলেন ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী আমাকে নির্বাচনের মাত্র ৫০দিন আগেই প্রার্থী হিসেবে নিশ্চিত করেন। এবং এই কয়েক দিনের প্রচার প্রচারণার ব্যবধানে চকরিয়া ও পেকুয়ার আপামর জনসাধারণ আমাকে ও আমার সংগঠন জামায়াতে ইসলামীকে প্রাণ ভরে গ্রহণ করেছিলেন। আশা করি আগামী নির্বাচনে আব্দুল্লাহ আল ফারুখকে চকরিয়া-পেকুয়ার জনগণ সর্বাত্বক সমর্থন দিয়ে জয় যুক্ত করবেন। চকরিয়া-পেকুয়া আমাদের বিজয়ী ময়দান, এই ময়দান পুনঃ উদ্ধার করে ইসলামপ্রিয় তৌহিদী জনতার হাতে ফিরিয়ে দিতে কাজ করবো ইনশা’আল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা তারেকুজ্জামান, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ও শিল্পী মিনার উদ্দিন।

রামু উপজেলা শ্রমিক কল্যাণের র‍্যালি ও সমাবেশ

রামু উপজেলা শ্রমিক কল্যাণের র‍্যালি ও সমাবেশ

চকরিয়া টাইমস:

রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকাল চারটায় রামু বাইপাস ফুটবল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু চৌমুহনী চত্বরে সমাবেশ মিলিত হয়।

রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রামু উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আ.ন.ম হারুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ তৈয়ব উল্লাহ, পরিবহন জেলা সভাপতি মোঃ শাহজাহান, উপদেষ্টা সৈয়দ সোহরাব হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।