চকরিয়ায় ভুক্তভোগি পরিবারের সাংবাদিক সম্মেলন : সাজানো ঘটনার মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে

চকরিয়া টাইসম:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকায় মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করায় পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে মাস খানেক পূর্বের একটা মিথ্যা ধর্ষণ ঘটনা সাজিয়ে মৌলভীরকুমবাজার পাড়ার সমাজপতি শাহাবুদ্দিন সওদাগর (৬৫) এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি মিথ্যা ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে কতিপয় মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন নিউজ পোর্টালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জড়িয়ে হয়রানি ও মানহানিকর ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে রোববার (৪ মে) চকরিয়া থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুবিচার কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহাবুদ্দিন সওদাগরের পরিবার।

চকরিয়া পৌরশহরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাজানো ধর্ষণ ঘটনা নিয়ে এলাকার মাদকসেবি ও কতিপয় স্বার্থানেষী মহলের নানামুখী ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার, ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম, সেলিনা আক্তার, এ্যানি আক্তার এবং দুই ছেলে মোহাম্মদ মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন। এসময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার (৫৬) বলেন, আমার স্বামী একজন শারীরিকভাবে অসুস্থ মানুষ। তিনি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। সংসার জীবনে তিনি একবারে অক্ষম একজন মানুষ। দীর্ঘ সাতবছর ধরে তিনি সংসার জীবন করতে পারছেনা। সেখানে তিনি কীভাবে ধর্ষণের মতো ঘটনায় জড়িত হবে, তা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

তিনি বলেন, এলাকায় তিনি দীর্ঘ সময় ধরে সমাজপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কতিপয় মহল এতে বেশি ইর্ষাণিত। তাঁকে দায়িত্ব থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবে পরিকল্পিতভাবে ধর্ষণের মতো একটি সাজানো ঘটনায় তাঁকে জড়িয়ে মামলায় আসামি করা হয়েছে।

শাহাবুদ্দিন সওদাগরের ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম বলেন, আমার ভাসুর একজন ধার্মিক মানুষ। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন। ফজরের নামাজের পর তিনি প্রতিদিন কুরআন তেলোয়াত করেন। তিনিই একমাত্র ব্যক্তি আমাদের এলাকায় মসজিদে গিয়ে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করেন। তিনি এধরণের ঘটনায় কোনভাবে জড়িত নন।

সাংবাদিক সম্মেলনে শাহাবুদ্দিন সওদাগরের দুুই ছেলে মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন বলেন, আমাদের বাবার অপরাধ তিনি দীর্ঘ সময় ধরে সততার সঙ্গে এলাকায় সমাজপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এলাকায় মাদকসেবি খারাপ মানুষের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। সেকারণে সমাজের খারাপ প্রকৃতির মানুষগুলো আমাদের বাবার উপর ক্ষুব্ধ। এই চক্রান্তের অংশ হিসেবে তাঁরা একমাস আগের একটি সাজানো ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে দিয়েছে।

দুই ছেলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আমাদের বাবা যদি সত্যিকারের অপরাধী হয, আমরা বিচার মাথা পেতে নেব। তবে তাঁর আগে ধর্ষণ ঘটনার মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে ঘটনার সত্যতা নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হবে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই, নিরপেক্ষ নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

শাহাবুদ্দিন সওদাগরের পরিবার সদস্যরা বলেন, আমরা মিডিয়া ট্রায়াল বা অপপ্রচারের শিকার। একটি মিথ্যা ঘটনায় আমাদের পরিবার সদস্যদের জীবনযাপন বিষিয়ে তুলেছে। এখন রাতের বেলায় আমাদের বাড়িতে এসে হামলা চালানো হচ্ছে। পরিবারের নারীদের ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সুবিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: