জমজম হাসপাতাল গোলাম কবির কর্তৃক বেআইনিভাবে দখল প্রসঙ্গে পরিচালকদ্বয়ের বিবৃতি

চকরিয়া টাইমস: 

জমজম হাসপাতাল গোলাম কবির কর্তৃক বেআইনিভাবে দখল করেছে দাবি করে প্রাসঙ্গিক বিবৃতি দিয়েছেন হাসপাতালের পরিচালক (অর্থ) এহসানুল আনোয়ার ও পরিচালক জিএম রুকুন উদ্দিন। বিবৃতিতে পরিচালকদ্বয় জানান, বিগত ১৬/০১/২০২১ ইং তারিখ হতে জমজম হাসপাতাল পাবলিক লিঃ কোম্পানীতে রূপান্তরের পর হতে কোম্পানীর  বিধি অনুসরণ করে এক-তৃতীয়াংশ পরিচালকের আবর্তনমুলক অবসর গ্রহণের মাধ্যমে হাসপাতালের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।একইভাবে ১৮/০৫/২০২৪ ইং তারিখ জমজম হাসপাতালে অনুষ্ঠিত এজিএমে পাবলিক লিঃএর বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে ব্যবস্হাপনা পরিচালক পদে গোলাম কবির নির্বাচিত হতে না পেরে জমজম হাসপাতালের বতর্মান পরিচালনা পর্ষদকে চ্যালেঞ্জ করে এখলাছ কবিরগং এর মাধ্যমে হাইকোর্টে  মামলা করেন। পরবর্তীতে মামলার দুই এক দফা শুনানির পর  তাদের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা যে ক্ষীন, তা বুঝতে পেরে বর্তমান পরিচালনা পরিষদে গোলাম কবিরগংদের অন্ততঃ বোর্ড মেম্বার হিসাবে রাখার জন্য আলাদা একটি পিটিশন দাখিল করেন।

উপরোক্ত তথ্য নিশ্চিত হাসপাতালের পরিচালক (অর্থ) এহসানুল আনোয়ার ও পরিচালক জিএম রুকুন উদ্দিন আরো জানান, পিটিশনটি প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীতে আপীল বিভাগে খারিজ হয়ে যায়। আপনারা নিশ্চয় অবগত আছেন গত ১৯/০৪/২০২৫ ইং তারিখ গোলাম কবির সাম্পান রেস্টুরেন্টে মিটিং করে পাবলিক লিঃ কোম্পানীর বিধি অনুসরণ করেই এক তৃতীয়াংশ পরিচালকের নির্বাচনের অংশ হিসাবে ০৫ জন পরিচালক নির্বাচনের জন্য মিটিং ডাকেন। কারণ সেই সময় গোলামকবিরগং আপীল বিভাগের রায়ের প্রতি আশাবাদী ছিলেন। 

ইতিমধ্যে আপিল বিভাগে দাখিলকৃত গোলাম কবিরগংয়ের পিটিশন খারিজ হয়ে যাওয়ার সার্টিফাই কফি আমাদের হাতে পৌঁছেছে। অর্থাৎ গোলাম কবিরগং বর্তমানে জমজম হাসপাতালের পরিচালক নন। ফলে গোলাম কবির ১৩ পরিচালকের সব পথ হারিয়ে এখন পাঁচজনের পরিবর্তে ১৩ জন পরিচালকের নতুন করে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন। যা পাবলিক লিঃ কোম্পানি আইনের সরাসরি পরিপন্থী। 

পরিচালক জিএম রুকুন উদ্দিন জানান, শনিবার (৩ মে) গোলাম কবিরগং সংঘবদ্ধ দলবল নিয়ে জনমনে ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে  তালা ভেঙ্গে হাসপাতাল পরিচালকের প্রশাসনিক কক্ষসমূহ দখল করে। এ ঘটনায় হাসপাতাল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, এখানে একটা বিষয় পরিষ্কারভাবে সকলের জানা দরকার যে; জমজম হাসপাতাল একটা প্রতিষ্ঠান। 

এটা সঙ্গত কারণে পাবলিক লিঃ কোম্পানির বিধি মোতাবেক পরিচালিত হয়ে আসছে। কারও ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য ইচ্ছা করলে পাবলিক হিসাবে ০৫ জনের নির্বাচন বা মনোমত না হলে প্রাইভেট লিমিটেডে ফিরে গিয়ে ১৩ জনের নির্বাচন করার সুযোগ নেই। তিনি ইতিপূর্বেও নিজের চেয়ার রক্ষার জন্য কোম্পানির অনেক ক্ষতি করেছেন। এখনও নিজেকে কখনো এমডি/ ডিএমডি/সিও দাবি করে পুনরায় জমজম হাসপাতালকে ধ্বংস করার পায়তারা করতেছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: