আবদুল্লাহ আল ফারুখ তথা দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবো : অধ্যাপক এনামুল হক মনজু

চকরিয়া টাইমস :

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এনামুল হক মনজুর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের অর্থ সম্পাদক ও কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

আজ রোববার (৪ এ্রপ্রিল) দুপুর বারোটার রাজধানীর হাতিরপুল এলাকায় এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। এতে জননেতা এনামুল হক মনজু বলেন, আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজার-১ আসনের জামায়াত মনোনীত সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুখকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয় করার লক্ষ্যে চকরিয়া-পেকুয়া সর্বস্তরের মানুষের সাথে কাজ করে যাবো।

তিনি আরো বলেন ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী আমাকে নির্বাচনের মাত্র ৫০দিন আগেই প্রার্থী হিসেবে নিশ্চিত করেন। এবং এই কয়েক দিনের প্রচার প্রচারণার ব্যবধানে চকরিয়া ও পেকুয়ার আপামর জনসাধারণ আমাকে ও আমার সংগঠন জামায়াতে ইসলামীকে প্রাণ ভরে গ্রহণ করেছিলেন। আশা করি আগামী নির্বাচনে আব্দুল্লাহ আল ফারুখকে চকরিয়া-পেকুয়ার জনগণ সর্বাত্বক সমর্থন দিয়ে জয় যুক্ত করবেন। চকরিয়া-পেকুয়া আমাদের বিজয়ী ময়দান, এই ময়দান পুনঃ উদ্ধার করে ইসলামপ্রিয় তৌহিদী জনতার হাতে ফিরিয়ে দিতে কাজ করবো ইনশা’আল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রনেতা তারেকুজ্জামান, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ও শিল্পী মিনার উদ্দিন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: