চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে ইয়েসকার্ডসহ পুরস্কার পেলো ৪৫জন

চকরিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে ইয়েসকার্ডসহ পুরস্কার পেলো ৪৫জন

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্বময়” এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর কক্সবাজার জেলা পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছে তিনটি গ্রুপের ৪৫জন শিক্ষার্থী। 

রোববার (১৯অক্টোবর) চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর কৈয়ারবিলপাড়া তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছৈয়দ করিম। 

সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মুহাম্মদ মিনহাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন মাদরাসার প্রধান, প্রতিনিধি এবং স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ক্বারী মাওলানা সিব্বির আহমদ, সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ আমির হোসেন মিয়াজী, হাফেজ ক্বারী মোহাম্মদ আবু রায়হান ও হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদ। 

আলোচনা শেষে অতিথিরা জেলা অডিশনের প্রতিযোগিতায় উত্তীর্ণ ৪৫জন বিজয়ীর হাতে সনদপত্র, ইয়েস কার্ড, ক্রেস্ট ও অ্যাওয়ার্ড তুলে দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।   

উল্লেখ্য, আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হুসনে সাওত গ্রপের ৪০জন, ৫পারা গ্রুপের ৭৫জন এবং ১০পারা গ্রুপের ৭০জনসহ জেলার বিভিন্ন হিফজ মাদরাসার ১৮৬জন হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 


জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সমুচিত জবাব দেবে : চকরিয়ায় ড. হামিদ আযাদ

জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সমুচিত জবাব দেবে : চকরিয়ায় ড. হামিদ আযাদ

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ.এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি অর্থবহ সংস্কার ও সু্ষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভুমিকা পালন করেছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আদেশজারী ও গণভোটের ব্যবস্থা করতে হবে। সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবী পূরণে বাধ্য করা হবে।

তিনি আরো বলেন, জনগণ দূর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে। আগামী নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করবে ইনশাআল্লাহ।

সোমবার (২০ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে চকরিয়া অঞ্চলের বিশেষ রুকন পৌরশহরের গ্রীণভ্যালি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন।

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

শুরুতে দারসুল কোরআন পেশ করেন কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা অফিস সম্পাদক এডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম প্রমুখ।

দেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে : চাকসু ভিপি

দেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে : চাকসু ভিপি

চকরিয়া টাইমস: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, পরিবর্তনের বাংলাদেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেট অনুযায়ী এগুতে হবে। আর সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের প্রথম সিঁড়ি হলো ইন্টারমিডিয়েট। ছাত্রশিবির দেশব্যাপী স্বপ্নবাজ তরুণ নেতৃত্ব তৈরি করতে চায়, যাদের ছোঁয়ায় একদিন বদলে যাবে এই দেশ।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। তিনি বলেন, “ইন্টারমিডিয়েট ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ। তাই অবহেলা না করে এই সুযোগ কে কাজে লাগাতে হবে। পথচলায় প্রতিটি শিক্ষার্থীকে পিতা-মাতাকে শ্রদ্ধা, দেশপ্রেম ও ধর্মের প্রতি আনুগত্য থাকতে হবে। তবেই জীবনের প্রতিটি স্তরে সফলতা আসবে”। 

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, জেলা সভাপতি আবদুর রহিম নূরী, সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার ও সাবেক কলেজ সভাপতি মোহাম্মদ শাহজাহান। 

এসময় ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনমুগ্ধকর ইসলামী, দেশের ও আহবানমূলক বিভিন্ন সংগীত পরিবেশন করেন শিল্পী আবদুল গফুরের পরিচালনায় অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সদস্যরা। 

দেশের মানুষ চাঁদাবাজি ও জুলুমবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে : আবদুল্লাহ আল ফারুক

দেশের মানুষ চাঁদাবাজি ও জুলুমবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ শুক্রবার (১৭ অক্টোবর) ছিকলঘাট স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি  মামুনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, চাঁদাবাজি ও জুলমবাজমুক্ত সমাজ বিনির্মাণে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষ অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা একটি পরিবর্তন চায়। পরিবর্তনের বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ।

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সংশ্লিষ্ট এলাকার সমস্যা ও সামগ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, চকরিয়া কলেজ এবং আমজাদিয়া মাদরাসার একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। নতুন নতুন বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু করতে হবে। তিনি বলেন, বন্যাকবলিত লক্ষ্যারচর ইউনিয়নের নদী ভাঙন রোধ ও বন্যা থেকে জনগণকে রক্ষার জন্য কার্যকর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করতে হবে। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সাবেক উপজেলা আমীর ছাবের আহমদ ফারুকী ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক। 

এছাড়া বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কাইছার, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আসহাব উদ্দিন আসাদ ও ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি তারেকুর রহমান। 

এসময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল্লাহ আল মামুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি শরিফুল আমিন, চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিবের সভাপতি মোহাম্মদ মোরশেদ ও সেক্রেটারি মো. মনির খানসহ স্থানীয় জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ার শাহারবিলে চুরি-ছিনতাই রোধে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়ার শাহারবিলে চুরি-ছিনতাই রোধে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার শাহারবিলে রেললাইনসহ সংশ্লিষ্ট এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কাজলি বাপেরচর এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর আয়োজিত মানববন্ধনে শতশত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এতে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় ভুক্তভোগি জনসাধারণ দ্রুত এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন শাহারবিলের সাবেক এমইউপি আলহাজ্ব মোজাহের আহমদ, রামপুর দারুল হিকমাহ একাডেমির সুপার মো. টিপু সুলতান, স্থানীয় বাসিন্দা সরওয়ার কামাল, রুহুল কাদের, মৌলভী নুরুল আমিন, শহিদুল ইসলাম ও মিজবাহ।

সমাবেশে ভুক্তভোগিরা আরো বলেন, শান্তিপূর্ণ এই এলাকাকে অশান্ত করতে একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে আসছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরাজ করছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। প্রশাসন যদি এসব বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এলাকার সাধারণ মানুষ এহেন পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেনা। তাই শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অপরাধীদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 


কাকারা ৫-৬-৭-৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কাকারা ৫-৬-৭-৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপি’র ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ মাঝেরফাঁড়ি স্টেশন চত্বরে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) কাকারা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম. মহিউদ্দিন।

এসময় সম্মেলনে বিএনপি নেতা ডাক্তার ফেরদৌস আহমদসহ চকরিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবিতে কক্সবাজার জামায়াতের মানববন্ধন

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবিতে কক্সবাজার জামায়াতের মানববন্ধন

কক্সবাজার সংবাদদাতা: 

৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা। 

বুধবার (১৫ অক্টোবর) ‘জুলাই সনদের ভিত্তিতে ‘পিআর’ পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।  

জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা মানবাধিকার সেক্রেটারি এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ ইবরাহিম খলীল, এডভোকেট মুহাম্মদ নূরুল ইসলাম, এডভোকেট দেলাওয়ার হোসাইন।

সভাপতির বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা জনগণের একটি বৃহৎ অংশকে প্রতিনিধিত্বহীন করে রেখেছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো 'পিআর' পদ্ধতি গ্রহণ করা, যা এখন 'সময়ের দাবি, জনগণের দাবি এবং গণতন্ত্র রক্ষার দাবি'।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। একই সাথে আগামী জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে জনগণের মতামত জানতে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির লক্ষ্যে আয়োজিত গণভোটের সাথে পিআর পদ্ধতিকেই অন্তর্ভুক্ত করে আগামী নভেম্বরের মধ্যে তা বাস্তবায়নের দাবি জানান তিনি। অন্যথায়, এই দাবি আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই চূড়ান্ত সমাধান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক দল তাদের মোট ভোটের আনুপাতিক ভিত্তিতে সংসদে আসন পাবে, ফলে কোনো ভোট নষ্ট হবে না এবং ছোট-বড় সব দলই প্রকৃত সমর্থনের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে। জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। তিনি মনে করেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে আলাদাভাবে গণভোট আয়োজনের অতীত নজির রয়েছে উল্লেখ করে তিনি 'রাষ্ট্রপতি আস্থা গণভোট' এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তনের লক্ষ্যে 'সাংবিধানিক গণভোট’-এর উদাহরণ দেন। 

বক্তারা মানববন্ধন থেকে ঘোষিত পাঁচ দফার আলোকে নিন্মোক্ত সারসংক্ষেপ তুলে ধরেন।

১. পিআর পদ্ধতি চালু: উভয় কক্ষে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে, যাতে প্রতিটি ভোট ও ছোট-বড় সব দলের মর্যাদা নিশ্চিত হয় এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। তাছাড়া ভোট ডাকাতি, কালো টাকার ছড়াছড়ি, কেন্দ্র দখল, নমিনেশন বাণিজ্যসহ অগণতান্ত্রিক আচরণ বন্ধে পিআর এর কোনো বিকল্প নাই।

২. জুলাই সনদ ও গণভোট: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সনদকে আইনি মর্যাদা দিতে হবে এবং এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। সেইসাথে পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে জনমত জরীপের জন্য তা ওই গণভোটে অন্তর্ভুক্ত করতে হবে।

৩. লেভেল প্লেয়িং ফিল্ড: আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকাসহ সকল প্রার্থীর জন্য নির্বাচনি আচরণবিধি, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা সমানভাবে নিশ্চিত করে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করতে হবে।

৪. রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি: ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দলীয় জোটের সকল রাজনৈতিক দলগুলোর রাজনীতি নিষিদ্ধ এবং নির্বাচনে নমিনেশন বাণিজ্য, কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার রোধ করতে হবে।

৫. বিচার: জুলাই গণঅভ্যুত্থানে ২০০০ শহীদ ও ৩০০০০ আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই-বোনদের ন্যায্য দাবী উই ওয়ান্ট জাস্টিসের ভিত্তিতে খুনি ও লুটেরাদের বিচার দৃশ্যমান করার ধারাকে জোরদার করতে হবে।

বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত এই দাবিগুলো আজ 'সারা দেশের মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে'। তাই দাবিগুলো বাস্তবায়নে সরকার কে সকল প্রকার চাপমুক্ত হয়ে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।


চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 


“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। 

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ড স্যানিটাইজেশন, সাবান-পানির দ্বারা হাত ধোয়া কর্মসূচি সম্পন্ন হয়। 

আলোচনা সভায় বক্তারা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নানাবিধ রোগ বালাই থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সকলের মাঝে বিশুদ্ধ হাত ধোয়ার অভ্যাস বাড়াতে জনসচেতনতা তৈরির আহবান জানান।

ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আলেম সমাজকে ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আলেম সমাজকে ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলাম মাশায়েখদের নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার (১০ অক্টোবর) জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

চকরিয়া পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জামাল হোসাইন নূরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে সুযোগ এসেছে। আজকে ক্বওমী, আলিয়া, জামায়াতে ইসলামীসহ একই ঘরনার আলেম ওলামাদের মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে। এটির জাতির জন্য বিশাল সুসংবাদ ও সম্ভাবনা। গুটি কয়েক মানুষ ব্যতিক্রম থাকবে; এটি নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। তাই স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী আলেম সমাজকে সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। 

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। 

এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ ও চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে দারসুল কুরআন পেশ করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এনয়ামুল হক। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন মসজিদ-মাদরাসার শতাধিক সুপরিচিত ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন। 


চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চকরিয়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৩ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর দিদারুল হক। 

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট সদস্য এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক শিক্ষনীয় বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।