জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সমুচিত জবাব দেবে : চকরিয়ায় ড. হামিদ আযাদ

চকরিয়া টাইমস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ.এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি অর্থবহ সংস্কার ও সু্ষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত সবসময় গঠনমূলক ভুমিকা পালন করেছে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আদেশজারী ও গণভোটের ব্যবস্থা করতে হবে। সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবী পূরণে বাধ্য করা হবে।

তিনি আরো বলেন, জনগণ দূর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে। আগামী নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করবে ইনশাআল্লাহ।

সোমবার (২০ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে চকরিয়া অঞ্চলের বিশেষ রুকন পৌরশহরের গ্রীণভ্যালি কনভেনশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন।

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

শুরুতে দারসুল কোরআন পেশ করেন কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা অফিস সম্পাদক এডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: