দেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে : চাকসু ভিপি

চকরিয়া টাইমস: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি বলেছেন, পরিবর্তনের বাংলাদেশকে নতুন করে সাজাতে আজকের স্বপ্নবাজ তরুনদের এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেট অনুযায়ী এগুতে হবে। আর সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের প্রথম সিঁড়ি হলো ইন্টারমিডিয়েট। ছাত্রশিবির দেশব্যাপী স্বপ্নবাজ তরুণ নেতৃত্ব তৈরি করতে চায়, যাদের ছোঁয়ায় একদিন বদলে যাবে এই দেশ।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. কাজী মো. বরকত আলী। তিনি বলেন, “ইন্টারমিডিয়েট ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ। তাই অবহেলা না করে এই সুযোগ কে কাজে লাগাতে হবে। পথচলায় প্রতিটি শিক্ষার্থীকে পিতা-মাতাকে শ্রদ্ধা, দেশপ্রেম ও ধর্মের প্রতি আনুগত্য থাকতে হবে। তবেই জীবনের প্রতিটি স্তরে সফলতা আসবে”। 

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, জেলা সভাপতি আবদুর রহিম নূরী, সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার ও সাবেক কলেজ সভাপতি মোহাম্মদ শাহজাহান। 

এসময় ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনমুগ্ধকর ইসলামী, দেশের ও আহবানমূলক বিভিন্ন সংগীত পরিবেশন করেন শিল্পী আবদুল গফুরের পরিচালনায় অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সদস্যরা। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: