চকরিয়া টাইমস:
চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ শুক্রবার (১৭ অক্টোবর) ছিকলঘাট স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, চাঁদাবাজি ও জুলমবাজমুক্ত সমাজ বিনির্মাণে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষ অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা একটি পরিবর্তন চায়। পরিবর্তনের বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ।
তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সংশ্লিষ্ট এলাকার সমস্যা ও সামগ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, চকরিয়া কলেজ এবং আমজাদিয়া মাদরাসার একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। নতুন নতুন বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু করতে হবে। তিনি বলেন, বন্যাকবলিত লক্ষ্যারচর ইউনিয়নের নদী ভাঙন রোধ ও বন্যা থেকে জনগণকে রক্ষার জন্য কার্যকর টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সাবেক উপজেলা আমীর ছাবের আহমদ ফারুকী ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক।
এছাড়া বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ও লক্ষ্যারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা কাইছার, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আসহাব উদ্দিন আসাদ ও ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি তারেকুর রহমান।
এসময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল্লাহ আল মামুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি শরিফুল আমিন, চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিবের সভাপতি মোহাম্মদ মোরশেদ ও সেক্রেটারি মো. মনির খানসহ স্থানীয় জামায়াতে ইসলামী এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: