চকরিয়ার শাহারবিলে চুরি-ছিনতাই রোধে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার শাহারবিলে রেললাইনসহ সংশ্লিষ্ট এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কাজলি বাপেরচর এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর আয়োজিত মানববন্ধনে শতশত বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এতে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় ভুক্তভোগি জনসাধারণ দ্রুত এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন শাহারবিলের সাবেক এমইউপি আলহাজ্ব মোজাহের আহমদ, রামপুর দারুল হিকমাহ একাডেমির সুপার মো. টিপু সুলতান, স্থানীয় বাসিন্দা সরওয়ার কামাল, রুহুল কাদের, মৌলভী নুরুল আমিন, শহিদুল ইসলাম ও মিজবাহ।

সমাবেশে ভুক্তভোগিরা আরো বলেন, শান্তিপূর্ণ এই এলাকাকে অশান্ত করতে একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে আসছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরাজ করছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। প্রশাসন যদি এসব বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এলাকার সাধারণ মানুষ এহেন পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেনা। তাই শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অপরাধীদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: