শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ.এম ওমর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেকুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যান্ড স্যানিটাইজেশন, সাবান-পানির দ্বারা হাত ধোয়া কর্মসূচি সম্পন্ন হয়।
আলোচনা সভায় বক্তারা- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নানাবিধ রোগ বালাই থেকে নিজেদেরকে বাঁচাতে এবং নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সকলের মাঝে বিশুদ্ধ হাত ধোয়ার অভ্যাস বাড়াতে জনসচেতনতা তৈরির আহবান জানান।
0 comments: