আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে প্রশাসনকে আরো আন্তরিক হওয়া দরকার : ভিপি বাহাদুর

আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে প্রশাসনকে আরো আন্তরিক হওয়া দরকার : ভিপি বাহাদুর

চকরিয়া টাইমস : 

কক্সবাজার-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও সাবেক ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর বলেন, “কক্সবাজার-রামু-ঈদগাঁও এ আইন শৃঙ্খলা অবনতি, অপহরণ এবং সার্বিক উন্নয়নে প্রশাসনকে আরো তৎপর হওয়া দরকার। হতে হবে আরো আন্তরিক। হত্যাকাণ্ড, যানজট, মাদকের সয়লাব ইত্যাদি বিষয়ে রাজনীতিবিদ ও স্থানীয় জনসাধারণের সাথে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রশাসনকে অতিদ্রুত সমস্যা সমূহ সমাধান করতে হবে।” 

গতকাল বুধবার (৮ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজারে উন্নয়ন ভাবনা, সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল, এনসিপি'র সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। 

সভায় বক্তারা কক্সবাজারে সাম্প্রতিক অপরাধ প্রবণতা, হত্যা, চুরি-ছিনতাই, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনকে আরও কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, “কক্সবাজার পর্যটন নগরী হিসেবে দেশের ভাবমূর্তি বহন করে। এখানকার আইন-শৃঙ্খলা রক্ষা সবার দায়িত্ব। প্রশাসন কঠোর অবস্থানে থাকবে—তবে সামাজিক সচেতনতা ও সহযোগিতাও জরুরি।” তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা সবাই মিলে কক্সবাজারকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পর্যটনবান্ধব শহর গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।


জমজম হাসপাতালে সেবা মাস শুরু

জমজম হাসপাতালে সেবা মাস শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া: 

দক্ষিণ চট্টগ্রামের উন্নত স্বাস্থ্য সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র চিকিৎসাব সেবায় রোগিদের জন্য বেশকিছু সুযোগ-সুবিধাসমূহ নিয়ে মাসব্যাপি শুরু হয়েছে সেবা মাস। 

বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে ও পরিচালক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সেবা মাস উদ্বোধন ও সুধী সমাবেশ-২০২৫ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। 

তিনি চকরিয়ায় মানবিক স্বাস্থ্যসেবা বিস্তারে জমজম হাসপাতাল পিএলসি’র উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করে সেবা মাসের আনুষ্ঠানিক শুভ কামনা করেন। 

তিনি বলেন, জমজম হাসপাতাল অত্র এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী হাসপাতাল। এই হাসপাতালের উন্নত যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, চকরিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য বড় ধরনের উপকারে আসছে। অক্টোবর মাসে সেবা মাস ঘোষণা করে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করার জন্য জমজম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি প্রতি মাসে গরিব রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা চালু রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মো. গোলাম কবির। তিনি বলেন, জমজম হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, উন্নত ল্যাব সেবা সহ ৩৫/৪০ জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্নভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত তৎমধ্যে এই হাসপাতালে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। জমজম হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এবং সহজলভ্য করার জন্য অক্টোবর মাস কে সেবা মাস ঘোষণা করে ডাক্তার ফি ২০% হইতে ৫০% কম এবং পরীক্ষা নিরীক্ষায় ৩০% হতে ৪০% কম নেওয়া হবে। তিনি অত্র হাসপাতালে আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নত যন্ত্রপাতি সংযোজনের ঘোষণা দেন। 

সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমজম হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম খাঁন, পরিচালক ডাঃ মো. কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম, জাকারিয়া মো. শাহাব উদ্দিন, শহিদুল আনোয়ার, জালাল আহমদ (বিএ) প্রমুখ। 

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবদুল করিম উপস্থিত সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, ডাক্তার, নার্স, সম্মানিত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

চকরিয়া টাইমস: 

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী। 

এছাড়া বক্তব্য রাখেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম খোকন, চকরিয়া উম্মাহাতুল মো'মোনিন মহিলা দাখিল মারাসার সহকারী শিক্ষক মোছাম্মৎ রেজুত আরা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। 

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহাজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা জেবুন্নেছা জামান।

চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চকরিয়া টাইমস : 

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো- সযত্নে তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

র‌্যালিটি চকরিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলীর সার্বিক তত্ত্বাবধানে র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিন। 

এসময় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি শামসুল হক কমিশনার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সালেহ আহমদ, সদস্য মাস্টার আবুল কালাম, মাস্টার রাম প্রসাদ, হাজী রুকুন উদ্দিন, আলহাজ্ব এস.জি.এম আফজাল হোসেন (কাউসার) প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : আবদুল্লাহ আল ফারুক

অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে এক শ্রমিক সমাবেশ শুক্রবার (৩ অক্টোবর) উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকেরা। অথচ শ্রমিকদের  হাড়ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতি সচল থাকে। দেশের উন্নয়নের চাকা ঘুরে। 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে ইনশা’আল্লাহ। আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। যেখানে শ্রমিকরা তাদের কাজের যথাযথ মূল্য ও সম্মান পাবেন। তাই শ্রমিকবান্ধব বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার বিকল্প নেই। 

ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হোছাইন।

এসময় চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল, কাকারা ইউনিয়ন উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা মোহাম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

চকরিয়া টাইমস :

“সবুজে বাঁচি, সবুজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া চকরিয়া সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৪টায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ঔষধিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।

কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণকালে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কলেজ গভনিং বডির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী বলেন, বৃক্ষ আমাদের জীবনের অন্যতম প্রধান উপাদান। আজকের একটি গাছ আগামীর অক্সিজেন, ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় সচেতন থাকা।

ক্যাম্পাসে গাছ লাগানোর পাশাপাশি গাছগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে। বৃক্ষরোপণের পাশাপাশি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।

উল্লেখ্য, চকরিয়া সিটি কলেজ প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পালন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চকরিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তফা কামালের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তফা কামালের নামাযে জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ঘনশ্যামবাজার নিবাসী প্রবীণ সাংবাদিক এম. মোস্তফা কামাল ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক মোস্তফা কামাল পেশাগত জীবনে দৈনিক বাংলাবাজার, দৈনিক দিনকাল, দৈনিক কালবেলাসহ দেশের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে চকরিয়া সংবাদদাতা হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

একইদিন বিকাল পাঁচটায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ঘনশ্যামবাজার হাকিমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক মোস্তফা কামালের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। 

এতে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. শওকত আলী, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সভাপতি জামাল হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জানাযা শেষে পাশ্ববর্তী কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়। 

এদিকে প্রবীণ সাংবাদিক মোস্তফা কামালের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ও কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

আবদুল্লাহ আল ফারুক একজন কর্মস্পৃহা সম্পন্ন তরুণ জননেতা : মুসা বিপ্লব

আবদুল্লাহ আল ফারুক একজন কর্মস্পৃহা সম্পন্ন তরুণ জননেতা : মুসা বিপ্লব

 চকরিয়া টাইমস : 

মসজিদের ইমাম একজন দুনিয়া সেরা আলেম, সমাজে ও দেশে রয়েছে ব্যাপক খ্যাতি, তাকে জাতী প্রত্যাশা পূরণে প্রতি নিয়তে চলে যেতে হয়, গ্রামে গঞ্জে, শহরে নগরে এবং দুর দুরান্তে। এবার বলেন তাকে দিয়ে কি নিদিষ্ট কোনো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করা সম্ভব? অবশ্য সম্ভব না। কারণ দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে তার চাহিদা রয়েছে বেশ। তাই তাকে জাতীর বৃহত্তর স্বার্থ রক্ষায় সময় দিতে হবে। এটার বিবেচনায় সেই মহান ব্যক্তির জন্য শুভকামনা। 

অতপর, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে এমপি হিসেবে জাতীয় নেতার প্রয়োজন নাই। কারণ জাতীয় নেতাকে মন্ত্রণালয় দেখতে হবে, দেশ ও আন্তর্জাতিক রাজনীতি সামাল দিতে হবে। নিজে এলাকার কোনো নাগরিকের জন্য, ওই জাতীয় নেতা মানের এমপির স্বাক্ষর কিংবা অন্য কোনো প্রয়োজন হয় তাহলে ওনাকে এলাকার কেটে খাওয়া নাগরিকরা কোথায় খুঁজে পাবে? ওনি থাকবে ঢাকার উত্তরা, বসুন্ধরা, গুলোশান, নয়াপল্টন কিংবা দেশের বাইরে চীন, নেপাল, ইন্ডিয়া, লন্ডন বা আমেরিকা ইত্যাদি জায়গায়।  যদি কোনো সহযোগিতার নেতা সহযোগিতা নিয়ে জাতীয় নেতার সান্নিধ্য পেতে চাই, তাহলে চাঁদা ঘুষ লবিং বা অন্য কোনো বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

সুতরাং এমন নেতা আমরা চাই, যাকে প্রতিদিন খুঁজে পাওয়া যাবে জনগণ। যিনি থাকবেন তার নির্বাচনী এলাকার নাগরিকদের সাথে। যার সম্পূর্ণ কর্মতৎপরতার সেবা পাবে চকরিয়া পেকুয়ার সবস্তরের জন সাধারণ। 

এমন একজন নেতার নাম আবদুল্লাহ আল ফারুক, তিনি তরুণ এক জননেতা। তরুণ হওয়ার কারণে তার রয়েছে যথেষ্ট কর্মস্পৃহা বা কাজের গতি । তিনি ছাত্রজীবন থেকেই চকরিয়া পেকুয়ার মানুষের সাথে মিশে মিশে বড় হয়েছে। তিনি মানুষের যে কোনো দুর্যোগে সবার আগে ছুটে যান যেমন অগ্নিকাণ্ড, বন্যা বা দুর্ঘটনা ইত্যাদি। ছাত্রজীবন থেকেই মেধা ও প্রজ্ঞার সাথে রাজনীতি করে যাচ্ছেন। তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মতো একটি সংগঠনের কর্মী বা নেতা হিসেবে  স্কুল, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষে জেলা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করে ছাত্রজীবন শেষ করেন। বর্তমানে মানবতা মুক্তি আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমীরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। 

তিনি তার সমস্ত শক্তি দিয়ে চকরিয়া পেকুয়ার জনগণের উন্নয়ন করতে নিজে বিলিয়ে দিয়েছে। সর্বশ্রেনীর মানুষের দুঃখ কষ্টে তিনি ছুটে যান। তিনি প্রতিদিন চকরিয়া পেকুয়ার কোনো না কোনো এলাকায় অবস্থা করেন, মানুষের দুঃখের কথা শুনেন এবং সমস্যা চিহ্নিত করে তা অনুযায়ী সাধ্যমতো ব্যবস্থা নিতে এগিয়ে যাচ্ছেন। 

পরিশেষে বলতে পারি, চকরিয়া পেকুয়ার মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যা সমাধানের সক্ষমতা রাখার মতো কর্মস্পৃহা সম্পন্ন তরুণ জননেতার নাম আব্দুল্লাহ আল ফারুক। তিনি জনতার পাশে থাকবেন, এবং জনতা তাঁকেই সবসময় পাশে পাবেন।

গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায়

গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায়

চকরিয়া টাইমস :

গ্লোবাল ইসলামী ব্যাংক চকরিয়া শাখা এখন নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)-২০২৫ হতে নতুন ঠিকানা চকরিয়া পৌরশহরের আরাকান সড়কস্থ নূর মজিদ মার্কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ শাহনূর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, পূর্বে এই শাখার কার্যক্রম চকরিয়া সিস্টেম কমপ্লেক্স হতে পরিচালিত হতো।

মাওলানা নুর আহমদ আনোয়ারী একজন ডাইনামিক লিডার : মুসা বিপ্লব

মাওলানা নুর আহমদ আনোয়ারী একজন ডাইনামিক লিডার : মুসা বিপ্লব

চকরিয়া টাইমস : 

একজন জননন্দিত চেয়ারম্যান, খ্যাতিমান ওয়ায়েজিন, দক্ষতা সম্পন্ন প্রিন্সিপ্যাল, কক্সবাজার জেলা জামায়াতের আমীর, গনমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা নুর আহমদ আনোয়ারী।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাওলানা নুর আহমদ আনোয়ারীকে এমপি প্রার্থী করা হয়েছে। যোগ্যতা ও দক্ষতার দিক থেকে তুলনা মুলক ভাবে ওনার কোনো ঘাটতি নেই।
তিনি টানা ৪বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান: টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের থেকে নির্বাচন করে টানা ৪বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১ম বার প্রায় এক হাজার একশ (১১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, ২য় বার প্রায় দুই হাজার একশ (২১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, ৩য় বার প্রায় তিন হাজার একশ (৩১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন, এবং ৪র্থ বার প্রায় চার হাজার একশ (৪১০০) ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
ওনি চেয়ারম্যান হিসেবে মানুষের দ্বারে দ্বারে ওনার সেবা সমুহ পৌঁছাতে নিশ্চিত করেন। এমন কি চেয়ারম্যান যে সিল মারা হয় সে সিলটি তাঁর নিজে পকেটে পকেটে রাখেন। কোথাও যদি জানাযায়ও যান সেইখানে লোক জনের প্রয়োজনীয় কাগজে সিল স্বাক্ষর দিয়ে থাকেন।

তিনি একজন ওয়ায়েজিন: আমাদের দেশে বর্ষ মৌসুম কেটে গেলে যখন মাঠ শুকনো থাকে তখন গ্রামে গঞ্জে ও শহরে নগরে তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন্নী (সঃ) মাহফিল, মিলাদুন্নী (সঃ) মাহফিল ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে দেশের খ্যাতিমান ইসলামিক বক্তারা ওয়াজ করেন। মাওলানা নুর আহমদ আনোয়ারী তাদেরই একজন দেশ বরণ্য আলেম। যার ওয়াজের দাওয়াত কক্সবাজার- চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তিনি একজন সুবক্তা।
তিনি একজন প্রিন্সিপ্যাল: টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপ্যাল। তার হাতে গড়া হাজারো ছাত্র দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত আছে। তাঁর হাতে গড়া হাজারো আলেমে বহু শিক্ষা প্রতিষ্ঠানে আলেম তৈরিতে নিয়োজিত রয়েছে। তার তৈরি করা ওয়ায়েজ বর্তমানে সারাদেশে কোরআনের বিপ্লবী দাওয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তিনি জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর: বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামী দল ও অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আমীরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি টেকনাফের উপজেলা আমীর ছিলেন, পরে জেলা জামায়াতের নায়েবে আমীর ছিলেন। তার দক্ষতা ও যোগ্যতার কারণে কক্সবাজার জেলা জামায়াতের সর্বচ্ছো শপথের জনশক্তি রুকনরা প্রত্যক্ষ ভোটে ২০২০ সালে ওনাকে জেলা আমীর হিসেবে নির্বাচিত করেন।
ওনার এমন একনিষ্ঠ দক্ষতা, যোগ্যতা ও সততাকে গুরুত্ব দিয়ে নিজের দল জামায়াতে ইসলামী তাঁকে (কক্সবাজার-৪) উখিয়া-টেকনাফ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে চুড়ান্ত করেন। অথচ একই আসনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক ছাত্রশিবিরে কেন্দ্রীয় মাওলানা মুহাম্মদ শাহজাহানও রয়েছে। কিন্তু মুহাম্মদ শাহজাহান নিজেই, মাওলানা নুর আহমদ আনোয়ারীকে দক্ষ ও জনবান্ধব নেতা হিসেবে বিবেচনা করে ওনাকে উক্ত আসনে সিদ্ধান্ত দেন। মাওলানা আনোয়ারীর বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে সম্মান জানিয়ে তার প্রসংশায় পঞ্চমুখ হতেন বিরোধী রাজনৈতিক শক্তি গুলোও।
পরিশেষে বলা যায় আগামী জাতীয় নির্বাচনে (কক্সবাজার-৪) উখিয়া টেকনাফ সংসদীয় জনবান্ধন জননেতা, বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ, হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপ্যাল, হোয়াইক্যং মডেল ইউনিয়নের চার বারের নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী (হাফি:) একজন ডায়নামিক লিডার এবং সবার সেরা সংসদ সদস্য প্রার্থী। তার কাছে জনগণের আমানত তসরুপ হবে না।
মুসা ইবনে হোসাইন বিপ্লব
লেখক:
বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব