চকরিয়া টাইমস:
“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসী।
এছাড়া বক্তব্য রাখেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম খোকন, চকরিয়া উম্মাহাতুল মো'মোনিন মহিলা দাখিল মারাসার সহকারী শিক্ষক মোছাম্মৎ রেজুত আরা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহাজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা জেবুন্নেছা জামান।
0 comments: