কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারে দিনব্যাপি মিডিয়া কর্মী প্রশিক্ষণ সম্পন্ন

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের আয়োজনে মিডিয়া কর্মীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ জুন) জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, মিডিয়া সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সমাজ ও রাষ্ট্রে জনগণের ইতিবাচক ভূমিকা পালনে মিডিয়ার ভূমিকা অগ্রগণ্য। সমাজ ও রাষ্ট্র কে সঠিক পথে পরিচালিত করতে মিডিয়া কর্মীদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, নচেৎ সমাজ থেকে মানবতা, সামাজিকতা ও পরমত সহিষ্ণুতার উঠে যাবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী মিডিয়া জগতে এক ঝাঁক নির্লোভ ও দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত মিডিয়া কর্মী তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। ইসলাম ও ইসলামী সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডা মোকাবেলায় নৈতিক ও যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান।

এতে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কর্মাশালার প্রদক্ষিক কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক কোর ট্রেইনার অধ্যাপক রফিকুজ্জামান রোমান ও অধ্যাপক মামুন উদ্দিন।

এসময় শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ অন্যান্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চকরিয়ার মগবাজার-মাছঘাট সড়ক সংস্কারের দাবিতে জামায়াতের মানববন্ধন

চকরিয়ার মগবাজার-মাছঘাট সড়ক সংস্কারের দাবিতে জামায়াতের মানববন্ধন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মগবাজার থেকে চিরিংগা ইউনিয়নের পালাকাটা মাছঘাট পর্যন্ত খানা খন্দকে ভরা বেহাল দশার সড়ক নিয়ে প্রতিবাদ জানিয়ে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিরিংগা ইউনিয়ন জামায়াত। 

শুক্রবার (২৭ জুন) মাছঘাট স্টেশনে অনুষ্ঠিত মাননবন্ধন কর্মসূচিতে এলাকার ভুক্তভোগি শতশত জনসাধারণ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, কুসুমকলি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাস্টার শহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শোয়াইব বিন হাবিব, মাস্টার নেজাম উদ্দিন, যুবনেতা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। এসময় স্থানীয় জামায়াতের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনের সমাবেশে বক্তারা- অনতিবিলম্বে চকরিয়া পৌরসভার মগবাজার থেকে পালাকাটা মাছঘাট পর্যন্ত বেহার দশাল সড়কটি পর্যাপ্ত অর্থ বরাদ্দের মাধ্যমে সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।    

চকরিয়ায় জামায়াতের প্রীতি ফুটবল ম্যাচে শ্রমিক কল্যাণ চ্যাম্পিয়ন

চকরিয়ায় জামায়াতের প্রীতি ফুটবল ম্যাচে শ্রমিক কল্যাণ চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস : 

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগি সংগঠনের চারটি টিম নিয়ে তিনটি ম্যাচের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) মাতামুহুরী নদী সংলগ্ন স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে জামায়াত ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রমিক কল্যাণ ফুটবল একাদশ। 

এরআগে প্রথম ম্যাচে ইসলামী ছাত্রশিবিরকে ২-০ গোলে হারিয়ে জামায়াত জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে যুব বিভাগকে হারিয়ে শ্রমিক কল্যাণ ফাইনালে উঠে। এতে জামায়াতকে হারিয়ে শ্রমিক কল্যাণ শিরোপা অর্জন করে। 

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড ইমারতের আমীর মো. এহছানুল হক। তিনি শুরুতে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল ও পৌর শ্রমিক কল্যাণের সভাপতি মো. আরিফুল ইসলাম। অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।


জামায়াত সুযোগ পেলে সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করবে : আবদুল্লাহ আল ফারুক

জামায়াত সুযোগ পেলে সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।

সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে জননেতা আবদুল্লাহ আল ফারুক খুটাখালী বাজারে মিছিল ও গণসংযোগ করেন। তিনি সর্বস্তরের ব্যবসায়ী ও জনসাধারণের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন। তিনি মাগরিবের নামায শেষে খুটাখালী স্টেশনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন। 

এতে জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, “দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি দূর্নীতিমুক্ত দেশ উপহার দিবে। জামায়াত সুযোগ পেলে সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবার সুযোগ-সুবিধা নিশ্চিত করবে ইনশা’আল্লাহ।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


দেশে ফিরেছেন শিবির সভাপতি

দেশে ফিরেছেন শিবির সভাপতি

 চকরিয়া টাইমস :

মালয়েশিয়ায় অনুষ্ঠিত 'Echo of Palestine' International Youth Summit শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এ সময় কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরে মালয়েশিয়ার কেলান্তান প্রদেশে অনুষ্ঠিত International Muslim Youth Summit-এ অংশগ্রহণের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনেটর, সংসদ সদস্য, শীর্ষস্থানীয় ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, সাংবাদিকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
ইসলামনগর মামুনুর রশিদ ফুটবলে এফসিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের জয়

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবলে এফসিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের জয়

চকরিয়া টাইমস:

চকরিয়ার ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ইসলামনগর এফসিকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করেছে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাব।

খেলায় ম্যান অফ ম্যাচ মনোনীত হন ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের খেলোয়াড় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তরুণ ক্রীড়াবিদ মোহাম্মদ ইলয়াছ সাঈদী।

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মহিউদ্দিন পুতু। প্রধান মেহমান ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবদুল্লাহ আল ফাহিম ও কৈয়ারবিল ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোয়াইবুল ইসলাম লালুসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

খেলার সার্বিক তত্ত্বাবধান করেনে টুর্নামেন্ট পরিচালক কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক।

ঈদগাহ-ঈদগড় সড়কে অপহরণরোধে জেলা প্রশাসককে আপ বাংলাদেশের স্মারকলিপি

ঈদগাহ-ঈদগড় সড়কে অপহরণরোধে জেলা প্রশাসককে আপ বাংলাদেশের স্মারকলিপি

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের ঈদগাহ-ঈদগড় সড়কে নিয়মিত সশস্ত্র সন্ত্রাসীদের অপহরণরোধে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন এর সাথে জরুরী বৈঠক ও স্মারকলিপি প্রদান করেছেন ‘আপ বাংলাদেশ’ জেলা টিম। অপহৃত দুইজন ভুক্তভোগী বনি ইয়ামিন ও মো. মহসিনও উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ শাহেদ ও তানভীর আজমের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সংগঠক কফিল উদ্দিন, নুরুল আমিন, সাইফুল ইসলাম সাইমন, কামরুল হাসান মিনার, আবু হেনা, শফিক, মিনহাজ, হাফেজ কায়সার, সাইফুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত মিটিং শেষে স্মারকলিপির রিসিভড কপি গ্রহণ করেন ফায়াজ শাহেদসহ জেলা নেতৃবৃন্দ। এদিকে দ্রুত নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে বসবেন বলেও ভুক্তভোগীদের আশ্বস্ত করেছেন আপ বাংলাদেশের এ প্রতিনিধিদল।

চকরিয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া টাইমস :

মাসব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ২০২৫' এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবির।

সোমবার (২৩ জুন) চকরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম নূরী।

এতে বিশেষ অতিথি ছিলেন চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা আবু নাঈম আজাদ, চকরিয়া উপজেলা সভাপতি নূরুল ইসলাম, চকরিয়া উপজেলা সেক্রেটারি এইচ.এম আবু বকর সিদ্দিক।

এসময় উপজেলা ও চকরিয়া কলেজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি আব্দুর রহিম নূরী বলেন, “ছাত্রশিবির বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে। সে স্বপ্ন হচ্ছে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে এমন একটি দেশ বিনির্মান করা, যেখানে দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নেরই অংশ।”

তিনি আরো জানান, এ কর্মসূচির আওতায় সংগঠনের প্রতিটি স্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক কর্মীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ এবং কমপক্ষে দুটি করে চারা বিতরণের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

চারা বিতরণ শেষে চকরিয়া সরকারি কলেজের বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়।
কক্সবাজারে নিরাপদ খাদ্যের ওপর সেমিনার

কক্সবাজারে নিরাপদ খাদ্যের ওপর সেমিনার

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য সুরক্ষায় বাংলাদেশ সিনাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪জুন) নিরাপদ খাদ্যের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন- সকলকে সুস্থ থাকার লক্ষ্যে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার আহবান জানান।
এতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিবেশ কর্মকর্তা, প্রেসক্লাব সহ-সভাপতি, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবি-প্রতিকী
এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে মাতামুহুরী শিবিরের দোয়া মাহফিল

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে মাতামুহুরী শিবিরের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) মাতামুহুরী সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে দোয়া অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা ফরিদুল আলম।

এসময় সাবেক ছাত্রনেতা মো. কুতুব উদ্দিন ও হাফেজ মাসুমুল হাকিমসহ স্থানীয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পরীক্ষার্থীদের সফলতা ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। এরআগে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।