চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগি সংগঠনের চারটি টিম নিয়ে তিনটি ম্যাচের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) মাতামুহুরী নদী সংলগ্ন স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে জামায়াত ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রমিক কল্যাণ ফুটবল একাদশ।
এরআগে প্রথম ম্যাচে ইসলামী ছাত্রশিবিরকে ২-০ গোলে হারিয়ে জামায়াত জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে যুব বিভাগকে হারিয়ে শ্রমিক কল্যাণ ফাইনালে উঠে। এতে জামায়াতকে হারিয়ে শ্রমিক কল্যাণ শিরোপা অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড ইমারতের আমীর মো. এহছানুল হক। তিনি শুরুতে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ রাসেল ও পৌর শ্রমিক কল্যাণের সভাপতি মো. আরিফুল ইসলাম। অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: