জামায়াত সুযোগ পেলে সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।

সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে জননেতা আবদুল্লাহ আল ফারুক খুটাখালী বাজারে মিছিল ও গণসংযোগ করেন। তিনি সর্বস্তরের ব্যবসায়ী ও জনসাধারণের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন। তিনি মাগরিবের নামায শেষে খুটাখালী স্টেশনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন। 

এতে জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক বলেন, “দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি দূর্নীতিমুক্ত দেশ উপহার দিবে। জামায়াত সুযোগ পেলে সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসা সেবার সুযোগ-সুবিধা নিশ্চিত করবে ইনশা’আল্লাহ।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: