চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মগবাজার থেকে চিরিংগা ইউনিয়নের পালাকাটা মাছঘাট পর্যন্ত খানা খন্দকে ভরা বেহাল দশার সড়ক নিয়ে প্রতিবাদ জানিয়ে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিরিংগা ইউনিয়ন জামায়াত।
শুক্রবার (২৭ জুন) মাছঘাট স্টেশনে অনুষ্ঠিত মাননবন্ধন কর্মসূচিতে এলাকার ভুক্তভোগি শতশত জনসাধারণ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, কুসুমকলি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাস্টার শহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শোয়াইব বিন হাবিব, মাস্টার নেজাম উদ্দিন, যুবনেতা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। এসময় স্থানীয় জামায়াতের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনের সমাবেশে বক্তারা- অনতিবিলম্বে চকরিয়া পৌরসভার মগবাজার থেকে পালাকাটা মাছঘাট পর্যন্ত বেহার দশাল সড়কটি পর্যাপ্ত অর্থ বরাদ্দের মাধ্যমে সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
0 comments: