চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির উদ্যোগে ২৩জন প্রবীণ ব্যবসায়ী সংবর্ধিত

চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির উদ্যোগে ২৩জন প্রবীণ ব্যবসায়ী সংবর্ধিত

চকরিয়া টাইমস:

চকরিয়ার মগবাজার ব্যবসায়ী একতা সমবায় সমিতির সাধারণ সভা-২০২৫ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠান জমকালো আয়োজনে বাজার ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৩জন প্রবীণ সফল ব্যবসায়ীকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টায় সমিতির সভাপতি ডাঃ খাইরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ।

প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাঃ রতন কুমার চৌধুরী, দয়াল বাবু ও রশিদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে সফলতার স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত প্রবীণ ২৩জন ব্যবসায়ীর মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধিত প্রবীণ ব্যবসায়ীরা হলেন; আলহাজ্ব মৌলভী ইয়াকুব সওদাগর, আলহাজ্ব আব্দুল গণি কোম্পানি, আলহাজ্ব আবুল হাশেম সওদাগর, আলহাজ্ব আব্দুল হাকিম সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর, হায়াতুল ইসলাম সওদাগর, আলহাজ্ব দলিলুর রহমান সওদাগর, আলহাজ্ব শাহ আলম সওদাগর, আলহাজ্ব আবু তাহের সওদাগর, নিবারণ শীল সওদাগর, আলহাজ্ব সিকান্দর সওদাগর, দেলোয়ার হোসেন সওদাগর, আব্বাস আহমদ সওদাগর, আবুল কালাম সওদাগর, আবদুল হাকিম সওদাগর, আবুল কাশেম সওদাগর, শাহজাহান সওদাগর, আলহাজ্ব আকতার আহমদ সওদাগর, ডাঃ রতন কুমার চৌধুরী, ওসমান গণি সওদাগর, মোহাম্মদ নূরু সওদাগর ও হাজী জালাল উদ্দিন সওদাগর।

এসময় সমিতির সহ-সভাপতি মৌলভী এরফান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুবিনুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শহীদ, সহ-অর্থ সম্পাদক আবদুল মালেক, স্মার্ট কিচেনের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আতিকুর রহমানসহ সমিতিভুক্ত সর্বস্তরের ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ২৫জন ভাগ্যবান বিজয়ীর হাতে আকর্ষণীয় উপহার তুলে দেয়া হয়।

সাম্যের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: মুহাম্মদ শাহজাহান

সাম্যের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে: মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস:

চট্টগ্রাম শহরে অবস্থানরত চকরিয়া-পেকুয়ার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১নভেম্বর) পিপস্টপ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সাম্যের বাংলাদেশ বিনির্মাণে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিকের সভাপতিত্বে ও আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র সাবেক ছাত্রনেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার আলোচনা পেশ করেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, নগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আ.ম.ম মাশরুর হোছাইন, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. লায়ন মুহাম্মদ সানা উল্লাহ, ব্যবসায়ী সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, অধ্যাপক মিছবাহ উদ্দীন, অধ্যাপক বাহার উদ্দিন জুবাইর, অধ্যাপক কফিল উদ্দীন, ড. কফিল উদ্দীন ফারুক, সাবেক ছাত্রনেতা মোরশেদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব প্রমুখ।

নিরাপদ সড়ক আন্দোলন চকরিয়া পৌরসভার ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

নিরাপদ সড়ক আন্দোলন চকরিয়া পৌরসভার ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

চকরিয়া টাইমস :

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চকরিয়া পৌরসভা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২নভেম্বর) চকরিয়া উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আনজুম ফাহিম ও সাধারণ সম্পাদক জাওয়াতা আফনান সাংগঠনিক প্যাডে এ কমিটির অনুমোদন করেন।

এতে সাইয়্যেদুল আবরারকে সভাপতি ও মোফাচ্ছের আহমেদ নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন; সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক হাফেজ মো: আবু আনছারী জিসাদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরফাত, সমাজসেবা ও জনসম্পদ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরফাত, সদস্য ইউসুফ আলী, সদস্য আরমান হোসেন নবী ও সদস্য মোশাররফ হোসেন।

শহীদ খাইরুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্টে ফুলতলা একাদশ চ্যাম্পিয়ন

শহীদ খাইরুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্টে ফুলতলা একাদশ চ্যাম্পিয়ন

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের শহীদ খায়রুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় দৃষ্টিনন্দন টার্ফে অনুষ্ঠিত হয়েছে। 

এতে পশ্চিম বাটাখালী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলতলা ফুটবল একাদশ। 

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মামুনুর রশিদ। 

তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগি মামুনুর রশিদ নূরীর সার্বিক সহযোগিতায় চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি এবি সিদ্দিক ও সেক্রেটারি মো. নিশাতের তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়। 

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।  


চকরিয়ায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেলো চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি

চকরিয়ায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেলো চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):

চকরিয়ায় জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেয়েছে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি।

শনিবার (১ নভেম্বর) দুপুর বারোটায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সুগন্ধা মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির ডিরেক্টর জিয়াউল করিম জিয়ার হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।

চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোঃ তৌহিদুল আনোয়ার।

চকরিয়ায় জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। 

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।


 

তিনি বলেন, একজন সমবায়ী হিসেবে নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে অন্যের ভাগ্যের চাকা ঘুরাতেও ভূমিকা পালন করতে হবে। এটাই হবে সমবায় দিবসের সফলতা ও সার্থকতা। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোঃ তৌহিদুল আনোয়ার। 

এছাড়া মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতির লিঃ’র সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, দর্পণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সমবায় সমিতির সভাপতি ডাঃ তেজেন্দ্র লাল দে, চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির ডিরেক্টর জিয়াউল করিম জিয়াসহ আরো কয়েকটি সমিতির কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

পরে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডসহ ৬টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 


দাঁড়িপাল্লাকে বিজয়ী করার বিকল্প নেই : সালাম মাস্টারপাড়া ইউনিট জামায়াতের উঠানবৈঠক বক্তারা

দাঁড়িপাল্লাকে বিজয়ী করার বিকল্প নেই : সালাম মাস্টারপাড়া ইউনিট জামায়াতের উঠানবৈঠক বক্তারা

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড সালাম মাস্টারপাড়া ইউনিট জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষের ঢল নামে। 

সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় ফোরকানিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। 

ওয়ার্ড সেক্রেটারি তৌহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুন্নবী ও চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হক। 

এসময় লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হোছাইন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার রেজাউল করিম, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা আজিজুল হক জিহাদী, মাওলানা আবুল হোছাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ইউনিট সভাপতি সোহেল কবির রানা ও সেক্রেটারি মাস্টার আব্দুল গণির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে পাঁচ শতাধিক নারী-পুরুষ পৃথক সমাবেশ স্থলে সমবেত হন। 

উঠান বৈঠকে বক্তারা বলেন, সমাজে ও রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সকলে- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুককে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাওলানা মুনীর উদ্দীন।

ন্যায় ইনসাফের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : অধ্যাপক সৈয়দ করিম

ন্যায় ইনসাফের সমাজ বিনির্মাণে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : অধ্যাপক সৈয়দ করিম

চকরিয়া টাইমস: 

চকরিয়ার খুটাখালী ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সমর্থনে বিশাল কর্মী সম্মেলন উত্তর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আটটায় ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের  সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম। 

তিনি বলেন, একটি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আবদুল্লাহ আল ফারুক তথা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এরআগ পর্যন্ত ঘরে ঘরে সর্বত্রে মানুষের কর্ণকুহরে দাঁড়িপাল্লা প্রতীকের কথা ঐক্যবদ্ধভাবে পৌঁছে দিতে হবে। 

এতে বিশেষ অতিথি ছিলেন খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর ইউপি চেয়ারমান মাওলানা আবদুর রহমান, কক্সবাজার শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম নোমান, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামযা ও খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন আরমান। 

এসময় খুটাখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান জামায়াত নেতা আবদুল আওয়াল, ৭নং ওয়ার্ড সাবেক এমইউপি ডাঃ আবুল বশর, ৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দীনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন। 

বিশাল কর্মী সম্মেলনে জামায়াত কর্মী ছাড়া সাধারণ জনতাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। 

সম্মেলনে বক্তারা- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় রেকর্ড সংখ্যক ভোট বিপ্লবের মাধ্যমে আবদুল্লাহ আল ফারুককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।


জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকতে শিক্ষার্থীদের শপথ নিতে হবে : জেলা প্রশাসক

জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকতে শিক্ষার্থীদের শপথ নিতে হবে : জেলা প্রশাসক

চকরিয়া টাইমস :

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুর্নীতিবিরোধী প্রচারণার উদ্দেশ্যে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল আয়োজিত হয়।

সমাপনী বিতর্কের বিষয় ছিলো, “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”।

বিষয়ের পক্ষে বলেছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে বক্তব্য রেখেছে কক্সবাজার মডেল হাই স্কুল। দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ০.৫ মার্কের ব্যবধানে জয়লাভ করে বিপক্ষের বিতর্ক দল কক্সবাজার মডেল হাই স্কুল।

এই আয়োজনের প্রধান অতিথি হয়ে উপস্থিত শিক্ষার্থী ও খুদে বক্তাদের অনুপ্রেরণা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। তিনি তার বক্তব্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানান। এই দুর্নীতিমুক্ত থাকাটা শিক্ষার্থীদের কাজ- তথা পড়াশুনার ক্ষেত্রেও প্রযোজ্য। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতেই এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যা বিশ্বব্যাপী সুশাসনের রোলমডেল হিসেবে উপস্থাপিত হবে- তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পল্টন ট্রাজেডি স্মরণে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

পল্টন ট্রাজেডি স্মরণে চকরিয়া উপজেলা জামায়াতের আলোচনা সভা

চকরিয়া টাইমস : 

চকরিয়া উপজেলা জামায়াতে উদ্যোগে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর।

এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম ও উপজেলা অর্থ সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম ।

উপজেলা অফিস সেক্রেটারী মাস্টার মোহাম্মদ জুনায়েদের পরিচালনায় অনুষ্ঠানে কাকারা ইউনিয়নের প্রবীণ দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ আলীসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন । আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা কামরুল হাসান।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ওইদিন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের ওপর নির্মম আঘাত। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের চলমান পরিস্থিতিতে গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না; ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলনের বিজয় হবেই। পল্টনের সেই নির্মম হত্যাযজ্ঞ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগায়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদদের রূহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।