চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড সালাম মাস্টারপাড়া ইউনিট জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় ফোরকানিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।
ওয়ার্ড সেক্রেটারি তৌহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুন্নবী ও চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হক।
এসময় লক্ষ্যারচর ইউপির সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হোছাইন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার রেজাউল করিম, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা আজিজুল হক জিহাদী, মাওলানা আবুল হোছাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিট সভাপতি সোহেল কবির রানা ও সেক্রেটারি মাস্টার আব্দুল গণির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে পাঁচ শতাধিক নারী-পুরুষ পৃথক সমাবেশ স্থলে সমবেত হন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, সমাজে ও রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সকলে- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুককে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাওলানা মুনীর উদ্দীন।

0 comments: