শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, একজন সমবায়ী হিসেবে নিজের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে অন্যের ভাগ্যের চাকা ঘুরাতেও ভূমিকা পালন করতে হবে। এটাই হবে সমবায় দিবসের সফলতা ও সার্থকতা।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও চকরিয়া থানার ওসি মোঃ তৌহিদুল আনোয়ার।
এছাড়া মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতির লিঃ’র সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, দর্পণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সমবায় সমিতির সভাপতি ডাঃ তেজেন্দ্র লাল দে, চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির ডিরেক্টর জিয়াউল করিম জিয়াসহ আরো কয়েকটি সমিতির কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডসহ ৬টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



0 comments: