চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের শহীদ খায়রুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় দৃষ্টিনন্দন টার্ফে অনুষ্ঠিত হয়েছে।
এতে পশ্চিম বাটাখালী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলতলা ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মামুনুর রশিদ।
তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগি মামুনুর রশিদ নূরীর সার্বিক সহযোগিতায় চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি এবি সিদ্দিক ও সেক্রেটারি মো. নিশাতের তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট সম্পন্ন হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

0 comments: