চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চকরিয়ায় গ্রামীণ অবকাঠামো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটার আওতায় উপজেলা প্রশাসনের বরাদ্ধকৃত অর্থের বিপরীতে বাস্তবায়নকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজসমূহ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরাও সাথে ছিলেন।

মাইলস্টোন স্কুলে হতাহতদের জন্য জামায়াতের দো'য়া অনুষ্ঠান

মাইলস্টোন স্কুলে হতাহতদের জন্য জামায়াতের দো'য়া অনুষ্ঠান

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য দো'য়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে দুপুরে এ দো'য়ার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম কামাল উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমদ খান প্রমুখ।
মাইলস্টোন ট্রাজেডীতে আহতদের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে জামায়াত

মাইলস্টোন ট্রাজেডীতে আহতদের ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে জামায়াত

চকরিয়া টাইমস :

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

চকরিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকেলে যুগান্তর চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন এর উদ্যোগে চকরিয়া হস্তশিল্প কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভার এর সাংবাদিক আলহাজ্ব ইবনে আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানব কন্ঠের আবদুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর জিয়াবুল হক, দৈনিক কালবেলার মনিরুল আমিন, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু প্রমূখ আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক এর সাঈদী আকবর ফয়সাল, দৈনিক আপন কন্ঠ এর জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবর এর তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, কক্স অনলাইন বার্তার সম্পাদক রুবেল খান।

এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন।

অপপ্রচারের প্রতিবাদ

অপপ্রচারের প্রতিবাদ

চকরিয়া টাইমস: 

সম্প্রতি "দৈনিক সময়ের কথা নিউজ মিডিয়া" ক্রেডিট দিয়ে মোহাম্মদ আবদুল হক নামের একটি ফেসবুক আইডিতে "চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ" শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখিত তথ্য ও ছবি মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত।

আমার সহধর্মিণী নারী জনপ্রতিনিধি বেবী আক্তারের নাম উল্লেখ করে এবং আমি ও আমার পরিবারকে জড়িয়ে অস্ত্রের ভয়ভীতি, চাঁদাবাজি, নারীর প্রতি অনৈতিক আচরণ, প্রজেক্ট ডাকাতি ও লুটপাটের যে অবান্তর তথ্য উপস্থাপন করা হয়েছে; তা সম্পূর্ণ হাস্যকর। এসব অপকর্মের বিরুদ্ধে আমার সহধর্মিণীর অবস্থান সুস্পষ্ট সোচ্চার ভূমিকা রয়েছে।

মূল বক্তব্য হলো; চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার বেবী আক্তার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ও সমাজসেবক। তার দৈনন্দিন সমাজসেবামূলক বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। 

সংবাদে একটি এডিটিং টিকটক ভিডিওতে আমার স্কুল পড়ুয়া ছেলের হাতে অস্ত্র রয়েছে মর্মে যে ছবিটি দেখানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও কল্পনাপ্রসূত। সেই ছেলেটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। তাছাড়া যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার যথোপযুক্ত সুনির্দিষ্ট কোনো ভুক্তভোগির বক্তব্য নেই। অতএব বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক সংবাদটি আমি ও আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে মানহানি করতে ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হয়েছে। 

আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা প্রচারিত সংবাদে প্রশাসন ও পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 


প্রতিবাদকারী- 

মো. শোয়াইব

চিরিংগা ইউনিয়ন, চকরিয়া।

শহীদ আহসান হাবিবদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে : আবদুল্লাহ আল ফারুক

শহীদ আহসান হাবিবদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলন কক্সবাজারে নিহত শহীদ আহসান হাবিব হাসানের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (১৮ জুলাই) শহীদের নিজগ্রাম ছড়ারকুল কেন্দ্রীয় জামে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে  দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, শহীদ আহসান হাবিব দেশের জন্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য জীবন দিয়েছেন। জাতি তাদের অবদান আজীবন শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। এই আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না। ইসলামের বিজয় তথা আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শহীদ আহসান হাবিবের গর্বিত পিতা হেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সৈয়দ করিম, চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ও শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের।

এসময় ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, এইচ.এম এরশাদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতিকুর রহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এহসান উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুনিরুল আলম কুতুবী, হাফেজ মহিউদ্দিন, হামিদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে এনসিপি’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপি’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

 চকরিয়া টাইমস : 

গোপালগঞ্জে এনসিপি’র উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়। 

শহর জামায়াতের আমীর কক্সবাজার-১ আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর কক্সবাজার-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। 

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়ায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৫ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আহসান হাবিবসহ সেদিনের সকল শহীদের। 

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষেদের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, চকরিয়া প্রেসক্লাব কর্মকতর্কা ও জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ছাত্রপ্রতিনিধিসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এরআগে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা আমির হোসেনের সার্বিক তত্বাবধানে জুলাই শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত সম্পন্ন হয়।  


চকরিয়ায় প্রত্যাশির দিনব্যাপি কৈশোর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় প্রত্যাশির দিনব্যাপি কৈশোর মেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহজালাল শাহেদ, চকরিয়া : 

“তারুণ্য বিনিয়োগ টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে চকরিয়ায় প্রত্যাশীর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি কৈশোর কার্যক্রমের আওতায় দিনব্যাপি কৈশোর মেলা-২০২৫ এর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সুগন্ধ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইভেন্ট ছিল- কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন, একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় অভিনয়। এরআগে বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে সাইকেল র‌্যালি বের করা হয়। 

বিকাল ৩টায় প্রতিযোগিতা শেষে প্রত্যাশীর এরিয়া ম্যানেজার আবদুল মাবুদ সুমনের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অফিসার মো. সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএমচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা (বি.এস.সি)। 

অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চকরিয়া শিল্পকলা একাডেমির শিক্ষক রাজিব বড়ুয়া, মোহনা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এম.এইচ ইয়াছির আরফাত চৌধুরী ও প্রবাল শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক আবু তৈয়ব আজাদ। 

পুরস্কার বিতরণ শেষে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিসহ বিশিষ্টজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেলায় ১০টি স্টলে বিভিন্ন উদ্ভাবনী নিয়ে কিশোর কিশোরী ক্লাবের টিম অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, চকরিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কেন্দ্রিক ৩৪২টি কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে মেধা ও মননে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রত্যাশী ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)।

ইসলামের শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : পীর সাহেব চরমোনাই

ইসলামের শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : পীর সাহেব চরমোনাই

চকরিয়া টাইমস : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে কোন বিষয়ে শালিনতা বজায় রাখবো। অশালীন ভাষায় কাউকে কটাক্ষ করা যাবেনা। তিনি বলেন শুধু নেতার পরিবর্তন করলে হবে না, সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

পীর সাহেব চরমোনাই বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে। 

সমাবেশে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানানো হয়। 

সোমবার (১৪ এপ্রিল) বিকালে কক্সবাজার পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

সংস্কার, বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন, ছাত্র- জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। 


ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি এ.আর এম ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আমেলা সদস্য ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম আবরার, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বিডি মজলিস কক্সবাজার জেলা শাখার আমির নুরুল কবির হেলালী, বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুস, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, এবি পার্টি নেতা সাংবাদিক শামসুল হক শারেক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এএসএম সুজাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ আলী, দ্বীন কায়েম সংগঠন কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব বদিউল আলম সওদাগর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ইয়াছিন আরাফাত। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা উত্তরের সভাপতি মাওলানা ইয়াহ্ইয়া সাঈদ, চকরিয়া থানা উত্তরের সভাপতি মাওলানা মনিরুল্লাহ সিকদার, রামু উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবু নাছের, টেকনাফ উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আহমাদ হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ফারুকী, মাতামুহুরি সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ সিকদার, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী, টেকনাফ উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, কক্সবাজার পৌর শাখার সভাপতি কাউন্সিলর নুর মুহাম্মাদ মাঝু, রামু উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আসাদ উল্লাহ রহমানী, উখিয়া উপজেলা সভাপতি মাওলানা হাফেজ কলিম উল্লাহ, চকরিয়া থানা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমাদ কবির, কুতুবদিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার মুহাম্মাদ শরীফসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।