চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটার আওতায় উপজেলা প্রশাসনের বরাদ্ধকৃত অর্থের বিপরীতে বাস্তবায়নকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজসমূহ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরাও সাথে ছিলেন।
0 comments: