দেশে ফিরেছেন শিবির সভাপতি

দেশে ফিরেছেন শিবির সভাপতি

 চকরিয়া টাইমস :

মালয়েশিয়ায় অনুষ্ঠিত 'Echo of Palestine' International Youth Summit শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এ সময় কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরে মালয়েশিয়ার কেলান্তান প্রদেশে অনুষ্ঠিত International Muslim Youth Summit-এ অংশগ্রহণের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনেটর, সংসদ সদস্য, শীর্ষস্থানীয় ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, সাংবাদিকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
ইসলামনগর মামুনুর রশিদ ফুটবলে এফসিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের জয়

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবলে এফসিকে ৩-২ গোলে হারিয়ে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের জয়

চকরিয়া টাইমস:

চকরিয়ার ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ইসলামনগর এফসিকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করেছে ইউনিভার্সাল ফেন্ডস ক্লাব।

খেলায় ম্যান অফ ম্যাচ মনোনীত হন ইউনিভার্সাল ফেন্ডস ক্লাবের খেলোয়াড় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তরুণ ক্রীড়াবিদ মোহাম্মদ ইলয়াছ সাঈদী।

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মহিউদ্দিন পুতু। প্রধান মেহমান ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবদুল্লাহ আল ফাহিম ও কৈয়ারবিল ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোয়াইবুল ইসলাম লালুসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

খেলার সার্বিক তত্ত্বাবধান করেনে টুর্নামেন্ট পরিচালক কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক।

ঈদগাহ-ঈদগড় সড়কে অপহরণরোধে জেলা প্রশাসককে আপ বাংলাদেশের স্মারকলিপি

ঈদগাহ-ঈদগড় সড়কে অপহরণরোধে জেলা প্রশাসককে আপ বাংলাদেশের স্মারকলিপি

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের ঈদগাহ-ঈদগড় সড়কে নিয়মিত সশস্ত্র সন্ত্রাসীদের অপহরণরোধে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন এর সাথে জরুরী বৈঠক ও স্মারকলিপি প্রদান করেছেন ‘আপ বাংলাদেশ’ জেলা টিম। অপহৃত দুইজন ভুক্তভোগী বনি ইয়ামিন ও মো. মহসিনও উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ শাহেদ ও তানভীর আজমের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সংগঠক কফিল উদ্দিন, নুরুল আমিন, সাইফুল ইসলাম সাইমন, কামরুল হাসান মিনার, আবু হেনা, শফিক, মিনহাজ, হাফেজ কায়সার, সাইফুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত মিটিং শেষে স্মারকলিপির রিসিভড কপি গ্রহণ করেন ফায়াজ শাহেদসহ জেলা নেতৃবৃন্দ। এদিকে দ্রুত নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে বসবেন বলেও ভুক্তভোগীদের আশ্বস্ত করেছেন আপ বাংলাদেশের এ প্রতিনিধিদল।

চকরিয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপণ

চকরিয়া টাইমস :

মাসব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ২০২৫' এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে চকরিয়া সরকারি কলেজ ছাত্রশিবির।

সোমবার (২৩ জুন) চকরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম নূরী।

এতে বিশেষ অতিথি ছিলেন চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা আবু নাঈম আজাদ, চকরিয়া উপজেলা সভাপতি নূরুল ইসলাম, চকরিয়া উপজেলা সেক্রেটারি এইচ.এম আবু বকর সিদ্দিক।

এসময় উপজেলা ও চকরিয়া কলেজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি আব্দুর রহিম নূরী বলেন, “ছাত্রশিবির বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে। সে স্বপ্ন হচ্ছে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে এমন একটি দেশ বিনির্মান করা, যেখানে দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নেরই অংশ।”

তিনি আরো জানান, এ কর্মসূচির আওতায় সংগঠনের প্রতিটি স্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক কর্মীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণ এবং কমপক্ষে দুটি করে চারা বিতরণের কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

চারা বিতরণ শেষে চকরিয়া সরকারি কলেজের বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়।
কক্সবাজারে নিরাপদ খাদ্যের ওপর সেমিনার

কক্সবাজারে নিরাপদ খাদ্যের ওপর সেমিনার

চকরিয়া টাইমস:

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য সুরক্ষায় বাংলাদেশ সিনাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪জুন) নিরাপদ খাদ্যের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন- সকলকে সুস্থ থাকার লক্ষ্যে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার আহবান জানান।
এতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিবেশ কর্মকর্তা, প্রেসক্লাব সহ-সভাপতি, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছবি-প্রতিকী
এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে মাতামুহুরী শিবিরের দোয়া মাহফিল

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে মাতামুহুরী শিবিরের দোয়া মাহফিল

চকরিয়া টাইমস:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) মাতামুহুরী সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে দোয়া অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা ফরিদুল আলম।

এসময় সাবেক ছাত্রনেতা মো. কুতুব উদ্দিন ও হাফেজ মাসুমুল হাকিমসহ স্থানীয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পরীক্ষার্থীদের সফলতা ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। এরআগে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

চকরিয়া টাইমস: 

ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন শ্রমিক অধিকার পরিষদ চকরিয়া উপজেলার ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। 

শনিবার (২১ জুন) কক্সবাজার জেলা শ্রমিক অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক মোহাম্মদ সালাম ও সাধারণ সম্পাদক আবছার উদ্দিন আপন কর্তৃক যৌথ স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী এক বছরের জন্য ৫২ সদস্য বিশিষ্ট চকরিয়া উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়। এতে পুনরায় সাখাওয়াত হোসেন শাহজাহানকে সভাপতি ও জিয়াবুল করিম জিয়ারুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

কমিটির অন্যান্য পদবির নেতৃবৃন্দরা হলেন ; সহ-সভাপতি যথাক্রমে নুরুল আবছার, মনজুর আলম ও আব্দুল খালেক, সহ-সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রানা ও কালু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোছন, সাংগঠনিক সম্পাদক মো: মুবিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ও মো: সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক সাদেক মিয়া, সহ-দপ্তর সম্পাদক শিমুল কান্তি দে, অর্থ সম্পাদক মো: এহসান, সহ-অর্থ সম্পাদক মো: রায়হান মিয়া, প্রচার সম্পাদক-রশিদ আহমদ, সহ-প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-লিটন দে, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পারভেজ মোশারফ, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জুনাইদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ সোহেল, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সালা উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সখিনা বেগম, সহ-নারী বিষয়ক সম্পাদক জোবাইদা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক লাল মিয়া, পর্যটন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ-পর্যটন বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, পরিবহন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-পরিবহন বিষয়ক সম্পাদক সিরাজ মিয়া, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সাজেদুল হক, সহ-ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক রবিউল হোসেন, নির্মাণ বিষয়ক সম্পাদক সালা উদ্দিন কাদের বকুল, কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান, সদস্য যথাক্রমে; আব্দু শুকুর, মো: রাসেল, আবছার উদ্দিন, আজিজুল হক, জহিরুল হক মতিন, মো: আরিফ, সরওয়ার আলম, রেজাউল করিম, শাহ আলম, মোস্তাক আহমদ, জাহেদুল ইসলাম ইমন, বাবু দে, মো: ছেয়দ নুর, মো: শাহেদুল ইসলাম, হামিদ হোছন মিশকাত, জামাল হোসেন ও ছৈয়দ হোসেন বাদশাহ।

চকরিয়ায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত

চকরিয়ায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত

চকরিয়া টাইমস : 

সারাদেশের ন্যায় চকরিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপি একযোগে জাতীয়ভাবে কাব কার্নিভাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

চকরিয়া উপজেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে কাব সমাবেশে স্কাউটস পতাকা উত্তোলন, গ্রান্ড ইয়েল ও সম্মিলিত প্রার্থনা সংগীতের মধ্যদিয়ে চকরিয়া উপজেলা কর্মসূচির উদ্বোধন করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্কাউটসের সম্পাদক মাস্টার মো. আতিকুর রহমান। 

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও কাব লিডার এস.এম এরফানুল হকের সঞ্চালনায় সুগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কমিশনার ও প্রোগ্রাম চীফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীরসহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

পরে দলনেতাদের তত্ত্বাবধানে কাব সদস্যদের অংশগ্রহণে ৬টি স্টেশনে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করা হয়।  

চকরিয়ায় অসহায় নারীর মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

চকরিয়ায় অসহায় নারীর মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

চকরিয়া টাইমস: 


চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দরিদ্র মহিলার মাঝে মানবিক সহায়তা সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

রোববার (২২জুন) প্রধান অতিথি হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিন তুলে দেন। 

এসময় চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড (ইমারত) জামায়াতের আমীর মো. এহেছনুল হক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া পৌরসভার সহ-সভাপতি মো. আলী আকবর। 

“জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগণের প্রত্যাশা” শীর্ষক আপ বাংলাদেশের আলোচনা সভা

“জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগণের প্রত্যাশা” শীর্ষক আপ বাংলাদেশের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আয়োজনে “জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগনের প্রত্যাশা” শীর্ষক তাৎপর্যময় এক আলোচনা সভা শনিবার (২১ জুন) কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও কক্সবাজারের সংগঠক নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।

সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট আজিজুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর, আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়ক কমিটির প্রধান মিনহাজুর রহমান রেজবী, রামু উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহসেন শরীফ, আপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য যথাক্রমে শেখ স্বপ্নীল হক আদিবা, ফায়াজ শাহেদ, তানভীর আজম, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা এম. রুবায়েত আদেল, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক এনসিপি সংগঠক মোহাম্মদ ওমর ফারুক, কক্সবাজার ছাত্র অধিকার পরিষকের সংগঠক ইউসুফ বিন নূরী, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ নুরুল হক নুর প্রমুখ।

সভায় মাওলানা মহসিন শরীফ বলেন “জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তরুণরা, নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণদের সক্রিয় থাকতে হবে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের স্বীকৃতি দিতে হবে এবং দুর্নীতি মুক্ত, ধর্মবিদ্বেষমুক্ত বাংলাদেশ গড়তে হবে।”

এডভোকেট আজিজুল ইসলাম বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে শোষণ থাকবে না, যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত হবে।”

সাবেক ককসু ভিপি শহীদুল আলম বাহাদুর বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদী আমলে আমরা যারা অধিকারের কথা বলেছি, ফ্যাসিস্ট সরকার তাদের ওপর গুম, হত্যাকান্ড চালিয়েছে। জুলাই পরবর্তীতে সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। সেই পরিবেশ তৈরি করতে, আমাদের এক সাথে কাজ করতে হবে।”

মিনহাজুর রহমান রেজবী বলেন, “জুলাই ঘোষণাপত্রে সকল জুলাই যোদ্ধা ও সকল শ্রেণির মানুষের প্রত্যাশা প্রতিফলন থাকতে হবে।”

তানভীর আজম বলেন, “জুলাই ঘোষণাপত্রই সেই দলিল; যার মাধ্যমে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠিত হবে।”

ফায়াজ শাহেদ বলেন, “জুলাইকে ‘বিপ্লব’ বলে স্বীকার করে ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে।”

শেখ স্বপ্নীল হক আদিবা বলেন, “নারীদের দৃষ্টিভঙ্গি থেকে জুলাই ঘোষণাপত্রকে দেখা মানে শুধুমাত্র নীতিগত বিবৃতি নয়; এটি দেখার বিষয় যে ঘোষণাপত্রে নারীর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং রাজনৈতিক অংশগ্রহণ কতটা গুরুত্ব পেয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে রাফে সালমান রিফাত বলেন, “জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেলেও, ফ্যাসিস্ট সংস্কৃতি ও কাঠামো থেকে গেছে। ফলে, এই কাঠামোর মধ্যে যেই আসবে, সেই ফ্যাসিস্ট রুপে আবির্ভূত হবে।জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে মো: রায়হানুল ইসলাম বলেন, “ইন্টেরিম সরকারকে বলব, কোনো গড়িমসি না করে দ্রুত "জুলাই ঘোষণাপত্র" বাস্তবে রুপ দিতে হবে।”

বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়— এটি এক প্রজন্মের রক্ত, শ্রম, এবং ন্যায্যতার দাবি দিয়ে লেখা এক গণ-সংবিধান।এটি বিকেন্দ্রীকরণ, বৈষম্যহীনতা এবং নৈতিক রাষ্ট্রচিন্তার যৌথ খসড়া যার ভিত্তি হচ্ছে ইনসাফ।

বক্তারা ঐক্যমত পোষন করে আরো বলেন, “জুলাই ঘোষণাপত্র কেবল রাজনৈতিক দাবি নয়, এটি একটি বিপ্লবের স্বীকৃতি এবং তা সংবিধানে কার্যকরভাবে প্রতিফলিত করতে হবে।” এই সভা ছিল এক রাজনৈতিক কাব্য, যার প্রতিটি বাক্য ছিল প্রতিরোধের বারুদ। রাষ্ট্র যদি নীরব থাকে, তবে আমরা তার কণ্ঠ হয়ে উঠবো। ইনসাফই হবে আমাদের রাজনীতি। ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, এটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক আলোচনার ১২ তম পর্ব, যেখানে উঠে আসে অংশীজনের বাস্তব প্রত্যাশা ও রাষ্ট্রচিন্তার সাহসী রূপরেখা। এতে আলেম, শিক্ষক, আইন বিশেষজ্ঞ ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।