চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির প্রতিনিধি সভা

চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির প্রতিনিধি সভা

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা বিএনপি'র আওতাধীন ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০জুলাই বিকাল ৫টার দিকে চকরিয়া মৌলভীরকুম বাজার স্টেশন এলাকায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড "খ" শাখা বিএনপির সভাপতি জনাব ইদ্রীস আহমদ সওদাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপি'র সভাপতি জনাব আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, পৌরসভা বিএনপি'র যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন, সহ-সভাপতি শেখ আহমদ, উপদেষ্টা জনাব আলহাজ্ব শাহাজাহান, প্রচার সম্পাদক এম. কাইসার হামিদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, কৃষকদলের আহবায়ক জালাল উদ্দীন ছুট্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. মনোহর আলম মনু, ছাত্রদলের সাবেক আহবায়ক সাইমুল হাসান জামশেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উক্ত প্রতিনিধি সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পিবিজিএসআই স্কিমের পুরস্কার বিতরণ

চকরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পিবিজিএসআই স্কিমের পুরস্কার বিতরণ

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস): 

চকরিয়া উপজেলা ও কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই)’র নিবন্ধিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (৩০ জুলাই) উপজেলা সুগন্ধা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। 

এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধান উপদেষ্টার শিক্ষা সহয়তা ট্রাস্টের উপ পরিচালক প্রফেসর শ.ম সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন। 

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পিবিজিএসআই’র নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।


উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : মুহাম্মদ শাহজাহান

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক : 

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে হলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামীর কাছ থেকে ফ্যাসিস্ট সরকার যা কিছু কেঁড়ে নিয়েছিল, সবকিছুই মহান আল্লাহ আবারও ফিরিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনও জামায়াতে ইসলামীর পক্ষে যাবে, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, আমরা উখিয়া টেকনাফকে নতুন করে সাজাতে চাই। অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ইউনিয়ন পরিষদে বারবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মানুষের খেদমত করার চেষ্টা করেছেন। ভোটের নানা অনিয়ম, কারচুপির পরেও উপজেলা নির্বাচনে তিনি সম্মানজনক ভোট পেয়েছিলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনস্রোতের সামনে কালো টাকার স্রোত বিজয়ী হতে পারবে না। উখিয়া-টেকনাফবাসী আগামী নির্বাচনে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশা’আল্লাহ। 

সোমবার (২৮জুলাই) রাতে বিআইএ মিলনায়তনে উখিয়া-টেকনাফ ফোরাম আয়োজিত চট্টগ্রাম উখিয়া-টেকনাফের সাবেক বর্তমান দায়িত্বশীলদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল্লাহ, চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট রফিকুল আলম, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হক, সেক্রেটারি সুলতান আহমদ, আইআইইউসির প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, সিভাসুর সিনিয়র ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান, অধ্যাপক জহির আহমেদ, মুহাম্মদ হানিফ, ছিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল আবছার ইব্রাহিম ছিদ্দিক নুর কাশেম, জয়নাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, নুরুল আবছার প্রমুখ।

মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে কৃতি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান বদরখালী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের মেধানির্ভর রাষ্ট্র গড়ার কারিগর। মেধাবীরাই পারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে উন্নত রাষ্ট্র তৈরির জন্য আমূল পরিবর্তন ঘটাতে। নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ গড়া সম্ভব নয়। সেই মেধাবী সোনার মানুষ তৈরির কাজ করছে ইসলামী ছাত্রশিবির। চব্বিশের গণঅভ্যুত্থানে মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো ছাত্রজনতা জীবন দিয়েছে। তাই বৈষম্যহীন মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদের অনন্য ভূমিকা পালন করতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।  

মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।

এসময় সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন, হামিদ উল্লহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ শুক্রবার (২৫ জুলাই) হারবাং উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, “ সামগ্রিক বাস্তবতায় ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।” তিনি বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য ভয়াবহ আকারে দেখা দিয়েছে উল্লেখ করে বলেন, “আদর্শিক সচেতনতা, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে আজকের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই। সুতরাং তাদেরকে কেবল শারীরিক নয়, চিন্তাগতভাবেও প্রস্তুতি নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ শেখ, জামায়াত নেতা মাওলানা নুরুল আলম, মোহাম্মদ জুনাইদ প্রমুখ।

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় শান্তি-সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

চকরিয়া উপজেলায় নানান ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। সকলের মধ্যে সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে হলে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসা দরকার। একমাত্র তারুণ্যের আওয়াজই পারবে এলাকায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা বন্ধ ও প্রশমন করতে। 

এই উপলব্ধি অনুধাবন করে চকরিয়ায় ১টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাটকের মাধ্যমে সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই নাটকের মাধ্যমে তরুণরা একত্রতি হয়ে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সম্প্রীতি সুরক্ষায় আওয়াজ তোলার মনোভাব সৃষ্টি হবে এবং একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্লাব গঠন করবে। 

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ইয়ুথ পিস এম্বাসেডর প্রুপের অন্যতম সামাজিক উদ্যোগ শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় তারুন্যের আওয়াজের আয়োজনে চকরিয়া মঞ্চ নাটক প্রদর্শিত হয়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত ২৪জুলাই-২০২৫ সকাল ১০টায় চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী শাহ মোহাম্মদ জাহেদ। 

অনুষ্ঠানে চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পিএফ জির ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, প্রভাষক সুজাতা চৌধুরী, চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ওসমান গণি, ওয়াইপিএজির সমন্বয়কারী ইশফাতুল হাসান, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আবু তৈয়ব আজাদ, সহ-সমন্বয়কারী সাদিয়া সোলতানা সোনিয়া, ওয়াইপিএজির সদস্য, মোবারক করিম ফাহিম, সুমাইয়া সোলতানা, নাজিফা নাহি মনি, রিদুয়ানুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে বেলা’র পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া: 

ছোট্ট পলিব্যাগ। কিংবা ক্ষুদ্র স্ট্র। একবারই ব্যবহারযোগ্য। এমনসব প্লাস্টিক উপকরণ। ব্যবহারও হয় স্বল্প সময়ের জন্য। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। কিন্তু এসবের দূষণটা মারাত্মক ক্ষতিকর। ক্ষতির প্রভাবটাও দীর্ঘস্থায়ী। সর্বত্রই ঘটছে দূষণ। মাটি, পানি, বায়ু। বাদ যাচ্ছে না কোনোটাই। এতে ক্রমে দূষিত হচ্ছে পরিবেশ। ঝুঁকিতে পড়েছে মানব জীবন। অস্তিত্বের হুমকিতে পৃথিবীর সকল প্রাণবৈচিত্র। 

তবে ক্ষতিকর দূষণ থেকে বাঁচার উপায়টা কঠিন নয়। সহজ। হাতের কাছেই রয়েছে বিকল্প। প্রয়োজন কেবল সদিচ্ছার। ক্ষতিকর প্লাস্টিক পণ্য বর্জন। এর পরিবর্তে নিরাপদ ও দ্রুত পচনশীল কাগজ, কাঠ, বাকল, পাতায় তৈরি পণ্যের ব্যবহার। এতেই সমাধান। এর মাধ্যমে আমরা গড়তে পারি নিরাপদ পরিবেশ। নিরাপদ বসতি। এমন সব উচিত কথা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য। অথবা সত্যকথন। ছড়িয়ে দিলো সচেতনতার আলো। সাবলীল উপস্থাপনায় মন্ত্রমুগ্ধের মতো আত্মস্থ করলো শিক্ষার্থীরা। 

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)’র আয়োজনে গত বৃহস্পতিবার ২৪ জুলাই-২০২৫ চকরিয়ার বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক এমন সচেতনতামূলক কার্যক্রম প্রতিষ্ঠানের রতœগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের পাঠকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে পরিবেশের জন্য পলিথিনের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এর ব্যবহার বন্ধের পাশাপাশি বিকল্প উপকরণ ব্যবহারে সচেতনতা তৈরিতে আলোচনা, প্রেজেন্টেশন, ভিডিওচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, গল্পবলাসহ নানা কার্যক্রম পরিচালিত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বেলা এ আয়োজন করে। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস। সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করেন বেলার চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর মনিরা পারভিন রুবা। 

ভার্চু স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু জুনাইদ, শেফায়েত হোছাইন, তাসমিন আক্তার, তাহিয়া জন্নাত ও কিরণ জন্নাত আয়াত এই অনুষ্ঠানের কার্যক্রমসমূহ বাস্তবায়নে দায়িত্ব পালন করে।


হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

হারবাং উন্নয়ন সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং থেকে ২০২৪-২৫ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত এবং ২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় হারবাং হোটেল কক্স ওয়ে ইন-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন শিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়ার সাংগঠনিক সম্পাদক ও হারবাং উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোহাম্মদ বখতেয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি কর্মকর্তা আবুল আহমদ বলেন, “শুধু শিক্ষিত হলেই চলবে না, আমাদের পিতা-মাতাকে সম্মান করতে হবে। কৃষক-শ্রমিকের সন্তান হিসেবে হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নেই। নিজ মেধা ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে হবে। একইসঙ্গে আমাদের এলাকার প্রতি দায়বদ্ধতাও স্মরণে রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসাইন শিপন বলেন, আপনাদের মেধার স্বীকৃতি দিতে আজকের এ আয়োজন। আপনারা এগিয়ে যাচ্ছেন এটা অনেকেই দেখতে চায় না। সমাজের তথাকথিত মোড়লদের না চাইলেও আপনাদের থেমে গেলে চলবে না। হারবাংয়ের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বালু উত্তোলনের মতো অন্যায়ের বিরুদ্ধে তরুণ-তরুণীদের সোচ্চার হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হক নুর। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব, গয়ালমারা মাদ্রাসার শিক্ষক রুবেলসহ আরও অনেকে।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করতে হবে : জেলা আমীর নুর আহমদ

জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করতে হবে : জেলা আমীর নুর আহমদ

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে চকরিয়া অঞ্চলের চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার রুকন (সদস্য) সম্মেলন সম্পন্ন হয়েছে।  

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী। 

তিনি বলেন, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এগিয়ে যেতে হবে। কক্সবাজার জেলার প্রতিটি আসনে প্রস্তুতি চলছে, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী নির্বাচন জাতির জন্য একটি যুগান্তকারী সন্ধিক্ষণ। এই নির্বাচনে আমাদের ন্যায়, ইনসাফ ও জনমতের বিজয়ের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আমাদের বিজয় অর্জন করতেই হবে। তিনি আরও বলেন, জনগণকে সাহস, ত্যাগ ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে অংশগ্রহণ করতে হবে। 

অধ্যক্ষ আনোয়ারী আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি আমরা সুসংগঠিতভাবে অগ্রসর হই, ইনশা’আল্লাহ আগামী নির্বাচনেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।” 

জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট শাহজাহানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম,সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী ও কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। 


এসময় চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভূক্ত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া টাইমস: 


চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চকরিয়া আদালত এলাকার প্রধান সড়কে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার অর্ধশতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

এসোসিয়েশনের চকরিয়া উপজেলা সভাপতি চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখেরের সভাপতিত্বে ও সেক্রেটারি সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ.এম নুরুল হান্নান, অর্থ সম্পাদক মো. শহিদুল আলম, চাইল্ডস মর্ডান স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ শিক্ষক নেতৃবৃন্দ। ন্যায্য এ দাবির সাথে একাত্মতা পোষন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়। যার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

এদিকে সমাবেশে বক্তারা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘শিক্ষা অধিকার, অনুগ্রহ নয়’ এবং ‘আমার শিশুর বিচার তার মেধায় চাই’ এসব স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি সংবিধান পরিপন্থি এবং বৈষম্যের একটি ন্যক্কারজনক উদাহরণ।

তারা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষাক্রমে পাঠ গ্রহণ করে, বছরজুড়ে প্রস্তুতি নেয়। অথচ প্রতিষ্ঠান সরকারি নয় এই অজুহাতে তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, ‘শিক্ষা কি প্রতিষ্ঠাননির্ভর, না শিক্ষার্থীর যোগ্যতা ও মেধাভিত্তিক?’

বক্তারা আরও জানান, সরকার যদি সত্যিই বৈষম্যবিরোধী অবস্থানে থাকে, তাহলে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সকল বেসরকারি প্রা. বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।