ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

চকরিয়ার হারবাং ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ শুক্রবার (২৫ জুলাই) হারবাং উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, “ সামগ্রিক বাস্তবতায় ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।” তিনি বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য ভয়াবহ আকারে দেখা দিয়েছে উল্লেখ করে বলেন, “আদর্শিক সচেতনতা, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে আজকের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই। সুতরাং তাদেরকে কেবল শারীরিক নয়, চিন্তাগতভাবেও প্রস্তুতি নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ শেখ, জামায়াত নেতা মাওলানা নুরুল আলম, মোহাম্মদ জুনাইদ প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: