শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:
চকরিয়া উপজেলায় নানান ধর্মের ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। সকলের মধ্যে সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে হলে তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসা দরকার। একমাত্র তারুণ্যের আওয়াজই পারবে এলাকায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, জাতিগত সহিংসতা বন্ধ ও প্রশমন করতে।
এই উপলব্ধি অনুধাবন করে চকরিয়ায় ১টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাটকের মাধ্যমে সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই নাটকের মাধ্যমে তরুণরা একত্রতি হয়ে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সম্প্রীতি সুরক্ষায় আওয়াজ তোলার মনোভাব সৃষ্টি হবে এবং একত্রিত হয়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্লাব গঠন করবে।
দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ইয়ুথ পিস এম্বাসেডর প্রুপের অন্যতম সামাজিক উদ্যোগ শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় তারুন্যের আওয়াজের আয়োজনে চকরিয়া মঞ্চ নাটক প্রদর্শিত হয়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় সম্প্রীতি সুরক্ষায় মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। গত ২৪জুলাই-২০২৫ সকাল ১০টায় চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সমন্বয়কারী শাহ মোহাম্মদ জাহেদ।
অনুষ্ঠানে চকোরী পৌর আদর্শ শিক্ষা নিকেতনের সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পিএফ জির ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, প্রভাষক সুজাতা চৌধুরী, চকোরি পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ওসমান গণি, ওয়াইপিএজির সমন্বয়কারী ইশফাতুল হাসান, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আবু তৈয়ব আজাদ, সহ-সমন্বয়কারী সাদিয়া সোলতানা সোনিয়া, ওয়াইপিএজির সদস্য, মোবারক করিম ফাহিম, সুমাইয়া সোলতানা, নাজিফা নাহি মনি, রিদুয়ানুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
0 comments: