শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়া উপজেলা ও কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই)’র নিবন্ধিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (৩০ জুলাই) উপজেলা সুগন্ধা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধান উপদেষ্টার শিক্ষা সহয়তা ট্রাস্টের উপ পরিচালক প্রফেসর শ.ম সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পিবিজিএসআই’র নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
0 comments: