চকরিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়া টাইমস:

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় এক বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাম্মৎ শামসুন্নাহারের সভাপতিত্বে ও পেকুয়া উপজেলা আইসিটি টেকনেশিয়ান মো. ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজ আহমদ।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, জাতীয় যুব কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট যুব সংগঠক মাস্টার মো. তানজিনুল ইসলাম ও কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি যুবনেতা মুছা ইবনে হোসাইন বিপ্লব।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্লাবের সভাপতি-সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও বিভিন্ন প্রজাতির গাছের বিতরণ করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: