চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের জিপিএ-৫সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চকরিয়া টাইমস:

চকরিয়া উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৫ এর জিপি-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ডুলাহাজারা মারুফিয়া সিনিয়র মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

তিনি জুলাই শহীদ পেকুয়ার ওয়াসিম আকরাম ও চকরিয়ার আহসান হাবিবসহ সকল শহীদদের স্মরণ করে বলেন, আজকের মেধাবিরাই পরিবর্তনের বাংলাদেশ গড়ার কর্ণধার। তারাই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। এ জন্য প্রয়োজন দেশকে পরিবর্তনের আগে নিজেদের পড়াশোনার মানকে উন্নত করা। প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার গড়ার পাশাপাশি গড়তে হবে পরকালীন মুক্তির জন্য নৈতিক ক্যারিয়ার। তাহলেই সম্ভব সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে দেশকে কিছু উপহার দেয়া।

তিনি বড় বড় গুনী মানুষের কথা উল্লেখ করে সময়কে গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে বলেন, জাতিকে পথ দেখাবার জন্য নৈতিকতা সম্পন্ন একদল সোনার মানুষ তৈরির কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।

তিনি শিক্ষা কমিশনের কড়া সমালোচনা করে আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার নৈতিকতার শিক্ষা উপহার দিতে পারেনি। গোটা দেশকে সেক্যুলার শিক্ষাব্যবস্থায় ভরে দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতায় সাজাতে ব্যর্থ হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ছড়াছড়ি যেনো ক্যান্সারে পরিণত হয়েছে। এর থেকে কেবলমাত্র ইসলাম ও ইসলামী অনুশাসনই জাতিকে পরিত্রাণ দিতে পারে। তাই নৈতিকতা সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে আজকের কৃতি শিক্ষার্থীদের একেকজন সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।

চকরিয়া উপজেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মিছবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট আবদুল্লাহ গালিব, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ ও সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম নোমান।


এছাড়া বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ডুলাহাজারার বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, খুটাখালী জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন আরমান, মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আলম মানিক, সাবেক ছাত্রনেতা মিনার উদ্দিন, কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রুবাবা ইসলাম তাহিয়া, হাফেজ মোহাম্মদ ফহিম ও অভিভাবক বাবর চৌধুরী।

পরে অতিথিবৃন্দ আলোচনা শেষে জিপিএ ফাইভসহ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: