বাংলাদেশকে নতুনভাবে সাজাতে মেধাবীদের এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে কাংখিত লক্ষ্যে নতুন করে সাজাতে হবে। তাই প্রিয় এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে আজকের মেধাবীদের এগিয়ে আসতে হবে। 

তিনি কৃতি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, দুনিয়া ও আখিরাত উভয় জগতের সাফল্য ভরা জীবন গঠনের জন্য একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের জীবনকে নৈতিকতার মানদণ্ডে সমৃদ্ধ করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) কক্সবাজার পাবলিক হল মিলনায়তনে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। 

জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুর মোহাইমেন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি সদর-রামু-ঈদগাঁও আসনের এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ আল হিসাম। 


 তাছাড়া অনুভূতি প্রকাশ করে বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারি। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম শরীফ, জেলা এইচআরডি সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জেলা দাওয়াহ সম্পাদক মোর্শেদুল ইসলাম মাহির, জেলা আইটি ও শিক্ষা সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রমুখ। 




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: