বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এম. মনছুর আলম, চকরিয়া:

চকরিয়া উপজেলার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের হলরুম প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইমাম উদ্দিন মনির।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু নাঈম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডা: নুরুল কাদের, সহকারী প্রধান শিক্ষক আবুল বশর, মাস্টার তারেকুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মাস্টার মকবুল হোসেন ও শেখ সাহাব উদ্দিন প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: