চকরিয়া টাইমস:
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিএমচর ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে বিশাল কর্মী ও সহযোগি সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
বিএমচর ইউনিয়ন জামায়াতের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইসমত উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার এ.এস.এম মঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এইচ.এম বদিউল আলম জিহাদী, উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক ও বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক।
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক, সাংগঠনিক সম্পাদক এম. ওমর আলী, চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শামসুল হুদা, মাতামুহুরী ছাত্রশিবিরের সভাপতি ইরাক মিয়া, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, জামায়াত নেতা হামিদ উল্লাহ, মোহাম্মদ ইসহাক, মাওলানা শেকাব উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, সাবেক মোসলেহ উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: