চকরিয়া টাইমস :
চকরিয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সিনিয়র প্রভাষক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নাছির উদ্দিন আহমদ।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক প্রণব কুমার দত্ত, প্রভাষক আবু সাদের মো. সায়েম ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীর প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ।
এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় জুলাই গণঅভ্যুত্থানের নির্মিত চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
0 comments: