চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক মার্কেটে একাধিক হোটেল রেস্তোঁরায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল চারটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপারুন দেব এ অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানকে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার ঢেকে না রাখাসহ ফ্রিজে খাবার খোলা অবস্থায় রাখার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
পাশাপাশি এধরনের অসচেতন ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের মতো অপরাধ না করার জন্য সতর্ক করা হয়।
0 comments: