চকরিয়া টাইমস :
কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতে উদ্যোগে দাওয়াতী সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ছিকলঘাটস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দাওয়াতী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।
গণসংযোগকালে তিনি বলেন, ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা সাধারণ মানুষকে ইসলামের পথে আহবান করছি । দেশে দ্বীন প্রতিষ্ঠা বা কোরআনের আইন চালু হলে সকল ধর্মের মানুষ শান্তিতে থাকবে। আজ কোরআনের আইন প্রতিষ্ঠার সেই কাজটি করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দাওয়াতী সমাবেশে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, জামায়াত নেতা ডাঃ সরোয়ার আলম ও মাওলানা মুহাম্মদ ইয়াকুব।
লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আসহাব উদ্দিন আসাদের পরিচালনায় শুরুতে দারসুল কোরআন পেশ করেন ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুশ শাকুর।
পরে মাগরিব নামায শেষে ছিকলঘাট স্টেশনে শতাধিক নেতাকর্মী নিয়ে জননেতা আবদুল্লাহ আল ফারুক গণসংযোগ করেন।
0 comments: