চকরিয়া টাইমস:
চকরিয়ার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে শুক্রবার (২৫ এপ্রিল) গণসংযোগ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মালুমঘাট বাজারে সালাম ও কুশলাদি বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, মানবিক মর্যাদা সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই জুলাই বিপ্লবের চেতনায় কাংখিত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সাবেক উপজেলা আমীর (দক্ষিণ) মাওলানা মোজাম্মেল হক, নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সাঈদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা গিয়াস উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা ওমর আলী।
এছাড়াও ইউনিয়ন সভাপতি জমির উদ্দিন, সেক্রেটারি শাহ আলম মানিক, জামায়াত নেতা সাদেক আহমদ, শহিদুল ইসলাম, মাস্টার মনির আহমদ, ডা: আবু রাশেদ, নুরুল আমিন, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা জকরিয়া, মাওলানা আসাইফুল ইসলাম, আব্দুস সত্তার, মাওলানা নুরুল আলম, মাস্টার শফিকুর রহমান, হাফেজ বেলাল উদ্দিন, কামাল হোসেন, নুরুল ইসলাম, ডাক্তার ফারুক ইকবাল, মোজাম্মেল হক, ছাত্রনেতা ইব্রাহিম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: