চকরিয়ায় কর্মরত সাংবাদিক রুস্তম গণি মাহমুদের জানাযা সম্পন্ন

চকরিয়ায় কর্মরত সাংবাদিক রুস্তম গণি মাহমুদের জানাযা সম্পন্ন

চকরিয়া টাইমস : 

চকরিয়ায় কর্মরত সাংবাদিক রুস্তম গণি মাহমুদের নামাযে জানাযা নিজগ্রাম ডুলাহাজারার মালুমঘাটস্থ ডুমখালী কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে সম্পন্ন হয়েছে। 

সোমবার (২জুন) দুপুর দুইটায় অনুষ্ঠিত নামাযে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, সাংবাদিক এম.আর মাহবুব, মরহুমের ছোটভাই ডাঃ আবদুল আজিজ ও বড়ছেলে ইকরামুল গণি রাকিব। 

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ, দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি গোলাম আজম খান, দৈনিক ইত্তেফাকের চকরিয়া প্রতিনিধি এম.এইচ আরমান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের শোকাহত ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। নামাযে জানাযা শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। 

উল্লেখ্য, ডুলাহাজারার মালুমঘাটস্থ ডুমখালী গ্রামের মরহুমর কালু সওদাগরের ছেলে সাংবাদিক রুস্তম গণি মাহমুদ ডুমখালী জামে মসজিদের দীর্ঘদিনের সাবেক সেক্রেটারি, মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি ও মালুমঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক কর্মকা-ে স্বচ্ছতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি বর্ণাঢ্য সংসার জীবনে ছেলে সন্তানের জনক। পেশাগত জীবনে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে সাংবাদিক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জ্বরে ভুগছিলেন। সর্বশেষ মালুমঘাট স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে; সেখানে ডেঙ্গু টেস্টে রিপোর্ট পজেটিভ আসে। ওই রিপোর্ট অনুযায়ী শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চমেক স্থানান্তর করেন। পারিবারিক সিদ্ধান্তে গুরুতর অসুস্থ সাংবাদিক রুস্তম গণিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চকরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

চকরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

চকরিয়া টাইমস : 

“প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন  করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া। পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি, অধিপরামর্শ কার্যক্রম এবং এ সংক্রান্ত বহুমুখী উদ্যোগকে উৎসাহিত করতে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। প্রতি বছর দিবসটি সারা বিশ্বে একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে পালিত হয় এবং এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ আর নয়’ (Ending Plastic Pollution)।

রোববার (১জুন) চকরিয়া উপজেলার চিরিঙ্গা নিউ মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অপচনশীল প্লাস্টিকের কারণে পরিবেশের দূষণ, নদী-নালা ও জলাশয়ের দূষণ এবং পলিথিন ব্যাগের বিপণন ও ব্যবহার বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন। ইয়েস সদস্য মিশকাতুন্নিছা তৃষার সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ এর মূল ধারণাপত্র উপস্থাপন করেন সনাক-চকরিয়ার ইয়েস দলনেতা মোহাম্মদ রিয়াদ উদ্দিন।

সনাক-টিআইবি, চকরিয়ার সদস্য মোঃ মহব্বত চৌধুরী তার বক্তব্যে বলেন, নাগরিক উদ্যোগকে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্লাস্টিকের পণ্য ব্যবহারে আমাদের আরো সচেতন হতে হবে। প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে এবং একই সাথে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ প্রেক্ষাপটে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের জন্য নিম্নলিখিত সুপারিশসমূহ তুলে ধরছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইএনসিতে (Intergovernmental Negotiating Committee) উত্থাপনের জন্য সুপারিশ: বাংলাদেশ প্রতিনিধি দল কর্তৃক উত্থাপনের জন্য বিষয়সমূহ;
১.    প্লাস্টিক দূষণ রোধ-সংক্রান্ত চুক্তিটি দ্রুততার সাথে সম্পাদন করতে হবে। এক্ষেত্রে, জীবাশ্ম জ্বালানি খাতে স্বার্থের দ্বন্দ্ব-সংশ্লিষ্টদের বাদ দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিশ্চিতের জোরালো দাবি উত্থাপন করতে হবে। এজন্য, বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একত্রে কাজ করতে হবে;
২.    চুক্তির আওতায় ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ এবং উৎপাদিত প্লাস্টিক বর্জ্যরে শতভাগ পুনঃপ্রক্রিয়াজাতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবি উত্থাপন করতে হবে;
৩.    প্লাস্টিক দূষণ রোধ-সংক্রান্ত চুক্তির আওতায় দেশগুলোকে প্লাস্টিক উৎস থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের তথ্য স্বচ্ছতার সাথে নিরূপণ করতে হবে। সেই তথ্যর ভিত্তিতে এনডিসি’র তথ্য হালনাগাদ ও সংশোধন করে উপস্থাপনের দাবি উত্থাপন করতে হবে;  
৪.    চুক্তির আওতায় “দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের নীতি” বা Polluter-pays principle – এর ভিত্তিতে, প্লাস্টিক উৎপাদনকারীদের অবদান অনুযায়ী দূষণের দায় দূষণকারীকে গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করতে হবে।

বাংলাদেশ সরকারের জন্য সুপারিশ
৫.    ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে সেই ঘোষণা ২০২৫ সালের আইএনসি সভা থেকে প্রদান করতে হবে;
৬.    “ন্যাশনাল থ্রিআর স্ট্রাটেজি ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট” কৌশলপত্রটি হালনাগাদ ও সংশোধনসহ পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক প্রতিশ্রুতির আলোকে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করতে হবে;
৭.    প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনঃপ্রক্রিয়াজতকরণের ব্যবস্থাসহ একটি আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোর কারিগরি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে;
৮.    বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে;
৯.    প্লাস্টিক শিল্পের জন্য আমদানি শুল্ক বৃদ্ধি ও অন্যান্য প্রণোদনা হ্রাস করে পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করতে হবে;
১০.   অপ্রাতিষ্ঠানিক প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকারীদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অন্তর্ভূক্ত করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে এবং প্লাস্টিক-সংক্রান্ত অপ্রাতিষ্ঠানিক খাত থেকে পরিবেশ দূষণ হ্রাস করতে হবে;
১১.   সিঙ্গেল ইউজ প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষকরে, ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব’ সম্পর্কিত নির্দেশিকাটির ব্যপক প্রচারণা নিশ্চিত করতে হবে;
১২.   যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ এবং পরিবেশ দূষণ রোধে সাধারণ জনগণের মধ্যে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে;
১৩.   নদী, জলাশয় ও পরিবেশের বিভিন্ন উৎসে থাকা প্লাস্টিক বর্জ্য অপসারণসহ পরিবেশ সুরক্ষা কার্যক্রমে নাগরিক উদ্যোগকে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে;
১৪.   প্লাস্টিক দূষণ ও পরিবেশের ক্ষতিসহ এখাত-সংশ্লিষ্ট অনিয়মের সাথে জড়িত প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে।

উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক-টিআইবি, চকরিয়ার সদস্য সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, এসিজি সমন্বয়ক (স্বাস্থ্য) ফরহাদ হোছাইন, এসিজি সদস্য মাসুমুল হাকিম এবং এসিজি সদস্য শ্যামলী জন্নাত ডলি।
ডুলাহাজারায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

ডুলাহাজারায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

চকরিয়া টাইমস :

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী রোববার (১জুন) ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব এম মোবারক আলী, চকরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম মনজুর আলম ও চকরিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মাস্টার শাহ্ মোহাম্মদ জাহেদ।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ছাবের আহাম্মদ, বরইতলী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জালাল আহাম্মদ সিকদার, ফাঁসিয়াখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক এম. কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূট্টুসহ অনেকে। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে বিষদ বক্তব্য রাখেন।
জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে দশ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে দশ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস:

জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০জনের মাঝে প্রতিজন ১লাখ টাকা করে ১০লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।

রোববার (১জুন) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিভাবে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, ছাত্র প্রতিনিধি মোবারক হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিজন ১লাখ টাকা করে ১০লাখ টাকার আর্থিক অনুদানের চেকপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ বোরহান উদ্দিন রিমন, মুহাম্মদ হাবিব উল্লাহ মিজবাহ, মুহাম্মদ মোরশেদুল হক, মুহাম্মদ জুনায়েদ খাঁন রাহাত, আব্দুল্লাহ মাহমুদ, মুহাম্মদ সাকিবুল ইসলাম, মুহাম্মদ মঈনুল হাসান জিহাদ, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ হাসান।

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

পেকুয়ায় জুলাই যুদ্ধে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

চকরিয়া টাইমস: 

কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত পাঁচ বীর যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে দেয়া এ অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা দেশের সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

শনিবার (৩১ মে) পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার সংগ্রামের এক অনন্য অধ্যায়। আহত যোদ্ধারা জাতির গর্ব; তাঁদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।”

তিনি আরও বলেন, “এই আর্থিক অনুদান কেবল সহায়তা নয়, এটি এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি—যেখানে সংস্কৃতি ও সংগ্রাম একে অপরের পরিপূরক।”

সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন বলেন, “আন্দোলনের ইতিহাস যারা রচনা করেন, তাঁদের ত্যাগ ও অবদানের মূল্য কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। তবে এই আর্থিক সহায়তা তাঁদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন। সরকার সবসময় দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকবে।”

আর্থিক অনুদানপ্রাপ্ত আহত যোদ্ধারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

চেক বিতরণ শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পেকুয়া সদরের মেহেরনামা গ্রামের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

চকরিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল

চকরিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল

চকরিয়া টাইমস: 

চকরিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (৩১মে) বিকাল ৩টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, মাহমুদুল করিমসহ চকরিয়া উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরফাত রহমান খোকোর রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মৌলভী শরিফুল আলম।

সালাহউদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় শ্রমিকদল ও কৃষকদলের বিক্ষোভ

সালাহউদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় শ্রমিকদল ও কৃষকদলের বিক্ষোভ

চকরিয়া টাইমস:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদল ও কৃষকদল।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল চারটায় চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার থেকে শুরু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা শহর প্রদক্ষিণ করে সিস্টেম কমপ্লেক্স চত্বরে সমাবেশে মিলিত হয়।

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. নাসির উদ্দিন ও উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মহিউদ্দিন পুতু।

এসময় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন লাল্টু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল আজিম, বিএনপি নেতা মোস্তাক আহমদসহ শ্রমিকদল ও কৃষকদল এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

"আদর্শিকভাবে ব্যর্থ হয়ে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে" : জেলা আমীর আনোয়ারী

"আদর্শিকভাবে ব্যর্থ হয়ে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে হত্যা করেছে" : জেলা আমীর আনোয়ারী

 চকরিয়া টাইমস: 

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগ কর্তৃক বেকসুর খালাস পেয়ে মুক্তি পাওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক শোকরানা সমাবেশ ২৮ মে সন্ধ্যায় জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মহান আল্লাহর একান্ত ইচ্ছায় ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ছিন্ন করে নিরপরাধ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বেকসুর খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিস্ট আ'লীগ জামায়াতে ইসলামীকে আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে নেতৃবৃন্দ কে হত্যার মিশনে নেমেছিল। এটিএম আজহারুল ইসলামের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে যাদের কে ফাঁসি দিয়েছে তারা সকলেই ছিল নির্দোষ ও নিরপরাধ। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আ'লীগ আমাদের নেতৃবৃন্দ কে হত্যা করেছে। আমরা দেশবাসীর কাছে জামায়াত নেতৃবৃন্দের প্রতি আ'লীগের অবিচার ও জুলুমের বিচার তুলে দিলাম। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন মোহনায় উপনীত হয়েছে। দেশ ও ইসলাম বিরোধী শক্তি এখনো বাংলাদেশকে পথহারা করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সকল নেতাকর্মীকে শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব ও ইসলামী তাহজীব -তামাদ্দুন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকরানা সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মু. আরমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিউল হক জিহাদী।

এটিএম আজহার মুক্তি পাওয়ায় চকরিয়া পৌরসভা জামায়াতের শোকরানা সভা

এটিএম আজহার মুক্তি পাওয়ায় চকরিয়া পৌরসভা জামায়াতের শোকরানা সভা

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় পৌরসভা জামায়াতের উদ্যোগে সদ্য কারামুক্ত জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শোকরানা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৮ মে) বিকাল সাড়ে পাঁচটায় চকরিয়া পৌরশহরের সোসাইটি শাহী জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত শোকরানা সভার সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মোঃ আরিফুল কবির। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। 

এসময় পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন।

চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

চকরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

চকরিয়া টাইমস :

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৮ মে) এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীপশিখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাতদিনের পুষ্টি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ উদ্দিন, উপজেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. ইফতেখারুল আলম ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া।

এসময় ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপারভাইজার আমির হোসেন, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান, এসএআরপিভি আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম মুহিত, একলাবের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল হক ভূঁইয়া, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপু মজুমদার, কাকারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুর রহমান, বিএমচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল মানিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও অনুষ্ঠান সভাপতিসহ উপস্থিত সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। উল্লেখ্য, বুধবার ২৮ মে থেকে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ কর্মসূচি চলবে ৩জুন মঙ্গলবার পর্যন্ত।