চকরিয়া টাইমস:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে চকরিয়ায় যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদল ও কৃষকদল।
বৃহস্পতিবার (২৯ মে) বিকাল চারটায় চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার থেকে শুরু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গা শহর প্রদক্ষিণ করে সিস্টেম কমপ্লেক্স চত্বরে সমাবেশে মিলিত হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. নাসির উদ্দিন ও উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মহিউদ্দিন পুতু।
এসময় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন লাল্টু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল আজিম, বিএনপি নেতা মোস্তাক আহমদসহ শ্রমিকদল ও কৃষকদল এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: