চকরিয়া টাইমস :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী রোববার (১জুন) ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব এম মোবারক আলী, চকরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম মনজুর আলম ও চকরিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মাস্টার শাহ্ মোহাম্মদ জাহেদ।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ছাবের আহাম্মদ, বরইতলী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জালাল আহাম্মদ সিকদার, ফাঁসিয়াখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক এম. কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূট্টুসহ অনেকে। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে বিষদ বক্তব্য রাখেন।
0 comments: