চট্টগ্রামের বির্জাখাল খনন শুরু করেছে জামায়াত

চট্টগ্রামের বির্জাখাল খনন শুরু করেছে জামায়াত

'জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণের জন্য জামায়াতকে স্বাগত জানাচ্ছি' -ডা. শাহাদাত হোসেন

'হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই' - শাহজাহান চৌধুরী
চকরিয়া টাইমস: ‘সবার সহযোগিতায় বির্জাখাল পাবে প্রাণ’ এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম নগরবাসীর দুঃখ খ্যাত জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বির্জাখাল খনন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ ইছহাকের পুল এলাকার অছি মিয়া দোস্ত ভবনের মাঠে এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শপথ নেয়ার পর থেকে জলাবদ্ধতা নিরসনে আমি মনে করেছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম নগরী কারো একার শহর নয়। সকলের দেশ ও শহরের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলেই দেশ ও শহর সমৃদ্ধ হবে। জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগের জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে স্বাগত জানাচ্ছি।
তিনি বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে চট্টগ্রাম নগরকে জলাবদ্ধতার নগরীতে পরিণত করা হয়েছে। আইন আইনের জায়গায় থাকবে। এখন থেকে আমরা কঠোর হবো। দুর্ভোগ থেকে রেহাই পেতে হলে আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের উন্নয়নে সিটি কর্পোরেশনকে আমরা সর্বোচ্চ সহায়তা করব। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই।
তিনি বলেন, আমাদের কয়েকটা বাজারের দায়িত্ব দিন। সেই বাজারগুলোকে জামায়াতে ইসলামীর কর্মীরা চায়নার শহরের মত সুন্দর বাজার উপহার দিবে। পাশাপাশি ১০টি স্কুলের কাজ করার সুযোগ দিন। সেগুলোর আঙ্গিনাসহ আশেপাশের এলাকা জামায়াতের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, বাকলিয়া থানার আমির সুলতান আহমদ, নায়েবে আমির আবুল মনসুর, সেক্রেটারি নুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কাজী হাসান বিন শামস্, ইঞ্জিনিয়ার ফাহমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোসাইন, আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট ব্যাংকার এয়াকুব আলী, কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ্জাহের, চকবাজার থানার নায়েবে আমির আবদুল হান্নান, কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহ, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।
গণসমাবেশ শেষে প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে ও নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বাকলিয়া এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের কারণে জনগণের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দেয়। তারা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং জামায়াতে ইসলামীর সাথে থাকার ইচ্ছাপোষণ করেন। বির্জাখাল এলাকায় উৎসবের আমেজে পরিণত হয়।
চকরিয়ায় ভূয়া নৌবাহিনীর দুই অফিসার আটক

চকরিয়ায় ভূয়া নৌবাহিনীর দুই অফিসার আটক

চকরিয়া টাইমস :

চকরিয়ায় অভিযান চালিয়ে ভূয়া নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ব্ল্যাকমেইল করার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল, ওয়াকিটকি ও মোবাইল ফোন।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মোঃ মিজান (৩৬) ও তার দ্বিতীয় স্ত্রী পটুয়াখালী জেলার মৃত নাছির উদ্দীনের মেয়ে মৌসুমী বেগম মৌ (২৭)।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চকরিয়া কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রকীব উর রাজা ও চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ধৃত ভূয়া নৌবাহিনী অফিসার মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্ধডজনাধিক মামলা রয়েছে। এছাড়া ধৃত মিজান হাতে ওয়াকিটকি সেটসহ নিজেকে নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সস্থ স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে ক্যামেরা দেখার চেষ্টা করে। এতে গতিবিধি ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করে পুলিশ। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে ফটোগ্রাফির জন্য ক্যামেরা ভাড়া করার কথা বলে প্রতারণাপূর্বক ক্যামেরা নিয়ে গিয়ে; ওই ক্যামেরা ফেরত না দেওয়ার অভিযোগের সত্যতাও পুলিশের কাছে স্বীকার করেছে ধৃতরা এমন তথ্য নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে।

সুরাজপুর তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদরাসা এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

সুরাজপুর তা’লিমুল কোরআন ইসলামিয়া মাদরাসা এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

চকরিয়া টাইমস:

চকরিয়ার মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুরাজপুর কৈয়ারবিলপাড়া সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা মাদরাসার দুই দিনব্যাপী বৃহস্পতিবার ও শুক্রবার ১৭-১৮ এপ্রিল সকাল ১০টায় বার্ষিক সভা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সভায় অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন চকরিয়া বহদ্দারকাটা মাদরসার পরিচালক মাওলানা মুহাম্মদ হোছাইন, কৈয়ারবিলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হোছাইন, সুরাজপুর জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ বদরু ইসলাম ও সুরাজপুর নতুন কৈয়ারবিলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আকবর আহমদ।

এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন ঢাকা টঙ্গী জামিয়া আজিয়া মারকাযুল হেদায়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মুহাম্মদ ওবায়দুল্লাহ রফিকী।

অনুষ্ঠানে প্রথম দিনের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী হাফেজ মুহাম্মদ মহিবুল্লাহ এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ শহিদুর রহমান কায়সার উপস্থিত ছিলেন।

এতে আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড: মাওলানা মুহাম্মদ মুফতি হুমায়ুন কবির, আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ মুফতি রিদুয়ানুল কাদেরী, অদুদিয়া জামে মসজিদের খতিব হাফেজ মুহাম্মদ নুরখাঁন উদ্দিন, চকরিয়া রামপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আসাদ আলমগীর, দারুল ইরফান মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ নুরুল কাদের, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, হাফেজ মুহাম্মদ আলা উদ্দিন ইমামি, মাওলানা শেখ আহমদ কবির, মাওলানা মুহাম্মদ আইয়ুব আনসারী, মাওলানা মুহাম্মদ জাহেদ উল্লাহ হোছাইনি, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ শামসুল আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রবাসী ফোরামের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির ইসহাক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ রাকিবুল ইসলাম রকিব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৈয়ারবিলপাড়া সুরাজপুর তা'লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হুজুর (দুবাই প্রবাসী)।

প্রতি বছরের ন্যায় এবারেও ২০২৫সালে দুইজন হিফয সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদানসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে মোট ৩৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জুলাই বিপ্লবের চেতনায় রাষ্ট্রীয় সেক্টরগুলোতে তরুণ নেতৃত্ব নিশ্চিত করতে হবে : মুছা বিপ্লব

জুলাই বিপ্লবের চেতনায় রাষ্ট্রীয় সেক্টরগুলোতে তরুণ নেতৃত্ব নিশ্চিত করতে হবে : মুছা বিপ্লব

চকরিয়া টাইমস: 

চকরিয়া-কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবে ভূমিকা পালনকারী চকরিয়ার বিভিন্ন পর্যায়ের তরুণদের নিয়ে চা আড্ডায় মেতেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের অর্থ সম্পাদক কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল চারটায় চকরিয়া পৌরসভার বিনামারাস্থ নিজ বাসভবনে এ চা আড্ডায় মিলিত হন তিনি।

এতে জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত বিভিন্ন পর্যায়ের তরুণ, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

চা আড্ডার আলোচনায় কক্সবাজার কেন্দ্রিক জুলাই বিপ্লবের অন্যতম শীর্ষ মুখপাত্র মুছা ইবনে হোসাইন বিপ্লব বলেন, জনবান্ধব দেশ পরিচালনায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদেরকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।

তাছাড়া উপস্থিত সকলের আলোচনায়- জুলাই বিপ্লবের চেতনাকে সমৃদ্ধ ও সমুন্নত রাখার মাধ্যমে আগামীদিনে ন্যায় ও ইনসাফের আলোকে উন্নত চকরিয়া বিনির্মাণে সুশৃঙ্খল ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় তরুণ সমাজসেবক হাফেজ এহসানুল হক, সাংস্কৃতিক সংগঠক শোয়াইব বিন হাবিব, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, সাংবাদিক এইচ.এম রুহুল কাদের, কক্স টিভির প্রতিনিধি কফিল উদ্দিন, জুলাই বিপ্লবে চকরিয়ার ছাত্র প্রতিনিধিদের মধ্যে ইবরাহিম ফারুক সিদ্দিকী, সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামসুল আলম সাঈদী, মাহমুদুল হাসান আনাস, সাংস্কৃতিক কর্মী ওয়াহিদুল ইসলাম রানা, আবু তৈয়ব আজাদ, মিফতাহুল মোস্তফা সেজান প্রমুখ ব্যক্তিবর্গ।

চকরিয়ার মজিদিয়া দাখিল মাদরাসায় বাংলা নববর্ষের আলোচনা সভা

চকরিয়ার মজিদিয়া দাখিল মাদরাসায় বাংলা নববর্ষের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) মাদরাসা সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদরাসার শিক্ষকরা বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ মুছাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও  এতিমখানার বালিকা শাখা উদ্বোধন

দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার বালিকা শাখা উদ্বোধন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালীতে দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার বালিকা শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন।

মাদরাসা সভাপতি মাঈনুল হোছাইন চৌধুরী হিরুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন আহমদ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসা পরিচালকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়ায় ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত

চকরিয়ায় ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়া থানা সেন্টার চৌরাস্তা এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি শোভাযাত্রা পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন। ইউএনও আতিকুর রহমান সভাপতির বক্তব্যে - নতুন বছর ১৪৩২ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দিন ও চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার আতিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপস্থিত সকলের মাঝে বৈশাখী পান্তা-ইলিশ ও মৌসুমী ফল হিসেবে তরমুজ, বাঙ্গি পরিবেশন করা হয়।

পান্তা ইলিশ ভোজন শেষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

“ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়” : মুহাম্মদ শাহজাহান

“ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়” : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে কক্সবাজার শহরের প্রধান সড়ক, ৩ ও ১০ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগকালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন,  কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১-২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। এই দায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব। 

ঈর্ষনীয়ভাবে জামায়াতে ইসলামীর কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি  বলেন, জামায়াতে ইসলামীর কার্যক্রমে জনপ্রিয়তা দেখে এক দল এখন আওয়ামী লীগের ভূমিকায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার না চালিয়ে জামায়াতে ইসলামীর জনকল্যাণমুখী কার্যক্রম অনুসরণ করে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন অর্জন করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ও মোহাম্মদ শহিদুল্লাহ। 

অপরদিকে শহরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  আপোষহীন রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী উল্লেখ করে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। যার কারণে জামায়াতে ইসলামীর উপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম- নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারী জেনারেল সহ শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক মামলায় দলের লক্ষাধিক নেতাকর্মী কে সাজিয়ে জুলুম- নির্যাতন জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়; যারা মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না, যাবে না। 

দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম। 


 বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে শহর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদ এতো জুলুম- নির্যাতন করেও যখন জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তখন জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড অফিসও বন্ধ করে দিয়েছিলো। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। এমনকি ইসলাম ধর্মকে তারা জঙ্গিবাদ আর মৌলবাদ আজ্ঞা দিয়েছিল। 

কোন কিছুতেই জামায়াতে ইসলামী এক মূহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো। কিন্তু এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা মন্তব্য করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়া টাইমস: 
বৃহত্তর ফেসবুক গ্রুপ চকরিয়ান'র আয়োজনে চকরিয়ান কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ফুড টার্মিনাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিজয়ী প্রতিনিধি ও সর্বস্তরের অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের এডমিন মিনহাজ রানা।

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী মুহাম্মদ আসিফ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ ফয়সাল। 
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ম্যাক্স হসপিটালের ডেন্টাল সার্জন ডাঃ দস্তগীর বিল্লাহ সাকিব।

পরে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চকরিয়ায় নদী থেকে ২শিশুসহ তিনজনের লাশ উদ্ধার

চকরিয়ায় নদী থেকে ২শিশুসহ তিনজনের লাশ উদ্ধার

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ২ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে গোসল করতে নেমে উপজেলা কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ী ব্রিজের নিচে মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয় মো. মাসুদ (৬) ও হুজাইফা তারান্নুম (৪) নামে দুই শিশুর লাশ। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। শিশু মাসুদ ওই এলাকার রাশেদের ছেলে এবং হুজাইফা তারান্নুম প্রবাসী মোঃ ছাবেরের মেয়ে।

অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ২৭বছর বয়সী যুবক মোঃ কাইয়ুমের লাশ উদ্ধার করা হয়েছে চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকা থেকে। তিনি মঙ্গলবার দুপুর থেকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে তাৎক্ষণিক তার পরিচয় অনিশ্চিয়তায় অজ্ঞাত হিসেবে লাশের সন্ধানে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা। মোঃ কাইয়ুম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মগবাজার এলাকার মৃত নুরুচ সোবহান তহশীলদারের ছেলে। 

বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রশাসন ও স্থানীয় লোকজন মাতামুহুরী নদী থেকে দুই শিশুসহ পৃথক ৩টি লাশ উদ্ধার করে।

এদিকে মাতামুহুরী নদী থেকে শিশুসহ তিনটি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।