চকরিয়া টাইমস:
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়া থানা সেন্টার চৌরাস্তা এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি শোভাযাত্রা পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন। ইউএনও আতিকুর রহমান সভাপতির বক্তব্যে - নতুন বছর ১৪৩২ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দিন ও চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার আতিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপস্থিত সকলের মাঝে বৈশাখী পান্তা-ইলিশ ও মৌসুমী ফল হিসেবে তরমুজ, বাঙ্গি পরিবেশন করা হয়।
পান্তা ইলিশ ভোজন শেষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
0 comments: