চকরিয়া টাইমস:
চকরিয়া-কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবে ভূমিকা পালনকারী চকরিয়ার বিভিন্ন পর্যায়ের তরুণদের নিয়ে চা আড্ডায় মেতেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের অর্থ সম্পাদক কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল চারটায় চকরিয়া পৌরসভার বিনামারাস্থ নিজ বাসভবনে এ চা আড্ডায় মিলিত হন তিনি।
এতে জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত বিভিন্ন পর্যায়ের তরুণ, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
চা আড্ডার আলোচনায় কক্সবাজার কেন্দ্রিক জুলাই বিপ্লবের অন্যতম শীর্ষ মুখপাত্র মুছা ইবনে হোসাইন বিপ্লব বলেন, জনবান্ধব দেশ পরিচালনায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদেরকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।
তাছাড়া উপস্থিত সকলের আলোচনায়- জুলাই বিপ্লবের চেতনাকে সমৃদ্ধ ও সমুন্নত রাখার মাধ্যমে আগামীদিনে ন্যায় ও ইনসাফের আলোকে উন্নত চকরিয়া বিনির্মাণে সুশৃঙ্খল ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় তরুণ সমাজসেবক হাফেজ এহসানুল হক, সাংস্কৃতিক সংগঠক শোয়াইব বিন হাবিব, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, সাংবাদিক এইচ.এম রুহুল কাদের, কক্স টিভির প্রতিনিধি কফিল উদ্দিন, জুলাই বিপ্লবে চকরিয়ার ছাত্র প্রতিনিধিদের মধ্যে ইবরাহিম ফারুক সিদ্দিকী, সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান, শামসুল আলম সাঈদী, মাহমুদুল হাসান আনাস, সাংস্কৃতিক কর্মী ওয়াহিদুল ইসলাম রানা, আবু তৈয়ব আজাদ, মিফতাহুল মোস্তফা সেজান প্রমুখ ব্যক্তিবর্গ।
0 comments: