চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

চকরিয়া টাইমস: 

ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন শ্রমিক অধিকার পরিষদ চকরিয়া উপজেলার ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। 

শনিবার (২১ জুন) কক্সবাজার জেলা শ্রমিক অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক মোহাম্মদ সালাম ও সাধারণ সম্পাদক আবছার উদ্দিন আপন কর্তৃক যৌথ স্বাক্ষরিত সাংগঠনিক প্যাডে আগামী এক বছরের জন্য ৫২ সদস্য বিশিষ্ট চকরিয়া উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়। এতে পুনরায় সাখাওয়াত হোসেন শাহজাহানকে সভাপতি ও জিয়াবুল করিম জিয়ারুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

কমিটির অন্যান্য পদবির নেতৃবৃন্দরা হলেন ; সহ-সভাপতি যথাক্রমে নুরুল আবছার, মনজুর আলম ও আব্দুল খালেক, সহ-সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রানা ও কালু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোছন, সাংগঠনিক সম্পাদক মো: মুবিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ও মো: সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক সাদেক মিয়া, সহ-দপ্তর সম্পাদক শিমুল কান্তি দে, অর্থ সম্পাদক মো: এহসান, সহ-অর্থ সম্পাদক মো: রায়হান মিয়া, প্রচার সম্পাদক-রশিদ আহমদ, সহ-প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-লিটন দে, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পারভেজ মোশারফ, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জুনাইদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ সোহেল, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সালা উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সখিনা বেগম, সহ-নারী বিষয়ক সম্পাদক জোবাইদা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক লাল মিয়া, পর্যটন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ-পর্যটন বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, পরিবহন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-পরিবহন বিষয়ক সম্পাদক সিরাজ মিয়া, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সাজেদুল হক, সহ-ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক রবিউল হোসেন, নির্মাণ বিষয়ক সম্পাদক সালা উদ্দিন কাদের বকুল, কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান, সদস্য যথাক্রমে; আব্দু শুকুর, মো: রাসেল, আবছার উদ্দিন, আজিজুল হক, জহিরুল হক মতিন, মো: আরিফ, সরওয়ার আলম, রেজাউল করিম, শাহ আলম, মোস্তাক আহমদ, জাহেদুল ইসলাম ইমন, বাবু দে, মো: ছেয়দ নুর, মো: শাহেদুল ইসলাম, হামিদ হোছন মিশকাত, জামাল হোসেন ও ছৈয়দ হোসেন বাদশাহ।

চকরিয়ায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত

চকরিয়ায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত

চকরিয়া টাইমস : 

সারাদেশের ন্যায় চকরিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপি একযোগে জাতীয়ভাবে কাব কার্নিভাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

চকরিয়া উপজেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে কাব সমাবেশে স্কাউটস পতাকা উত্তোলন, গ্রান্ড ইয়েল ও সম্মিলিত প্রার্থনা সংগীতের মধ্যদিয়ে চকরিয়া উপজেলা কর্মসূচির উদ্বোধন করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্কাউটসের সম্পাদক মাস্টার মো. আতিকুর রহমান। 

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও কাব লিডার এস.এম এরফানুল হকের সঞ্চালনায় সুগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কমিশনার ও প্রোগ্রাম চীফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীরসহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

পরে দলনেতাদের তত্ত্বাবধানে কাব সদস্যদের অংশগ্রহণে ৬টি স্টেশনে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করা হয়।  

চকরিয়ায় অসহায় নারীর মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

চকরিয়ায় অসহায় নারীর মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

চকরিয়া টাইমস: 


চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দরিদ্র মহিলার মাঝে মানবিক সহায়তা সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

রোববার (২২জুন) প্রধান অতিথি হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিন তুলে দেন। 

এসময় চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড (ইমারত) জামায়াতের আমীর মো. এহেছনুল হক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া পৌরসভার সহ-সভাপতি মো. আলী আকবর। 

“জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগণের প্রত্যাশা” শীর্ষক আপ বাংলাদেশের আলোচনা সভা

“জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগণের প্রত্যাশা” শীর্ষক আপ বাংলাদেশের আলোচনা সভা

চকরিয়া টাইমস :

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আয়োজনে “জুলাই ঘোষণাপত্র: কক্সবাজারের জনগনের প্রত্যাশা” শীর্ষক তাৎপর্যময় এক আলোচনা সভা শনিবার (২১ জুন) কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও কক্সবাজারের সংগঠক নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।

সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট আজিজুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর, আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়ক কমিটির প্রধান মিনহাজুর রহমান রেজবী, রামু উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহসেন শরীফ, আপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য যথাক্রমে শেখ স্বপ্নীল হক আদিবা, ফায়াজ শাহেদ, তানভীর আজম, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা এম. রুবায়েত আদেল, কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক এনসিপি সংগঠক মোহাম্মদ ওমর ফারুক, কক্সবাজার ছাত্র অধিকার পরিষকের সংগঠক ইউসুফ বিন নূরী, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ নুরুল হক নুর প্রমুখ।

সভায় মাওলানা মহসিন শরীফ বলেন “জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তরুণরা, নতুন বাংলাদেশ বিনির্মানে তরুণদের সক্রিয় থাকতে হবে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের স্বীকৃতি দিতে হবে এবং দুর্নীতি মুক্ত, ধর্মবিদ্বেষমুক্ত বাংলাদেশ গড়তে হবে।”

এডভোকেট আজিজুল ইসলাম বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে শোষণ থাকবে না, যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত হবে।”

সাবেক ককসু ভিপি শহীদুল আলম বাহাদুর বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদী আমলে আমরা যারা অধিকারের কথা বলেছি, ফ্যাসিস্ট সরকার তাদের ওপর গুম, হত্যাকান্ড চালিয়েছে। জুলাই পরবর্তীতে সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। সেই পরিবেশ তৈরি করতে, আমাদের এক সাথে কাজ করতে হবে।”

মিনহাজুর রহমান রেজবী বলেন, “জুলাই ঘোষণাপত্রে সকল জুলাই যোদ্ধা ও সকল শ্রেণির মানুষের প্রত্যাশা প্রতিফলন থাকতে হবে।”

তানভীর আজম বলেন, “জুলাই ঘোষণাপত্রই সেই দলিল; যার মাধ্যমে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠিত হবে।”

ফায়াজ শাহেদ বলেন, “জুলাইকে ‘বিপ্লব’ বলে স্বীকার করে ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে।”

শেখ স্বপ্নীল হক আদিবা বলেন, “নারীদের দৃষ্টিভঙ্গি থেকে জুলাই ঘোষণাপত্রকে দেখা মানে শুধুমাত্র নীতিগত বিবৃতি নয়; এটি দেখার বিষয় যে ঘোষণাপত্রে নারীর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং রাজনৈতিক অংশগ্রহণ কতটা গুরুত্ব পেয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে রাফে সালমান রিফাত বলেন, “জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেলেও, ফ্যাসিস্ট সংস্কৃতি ও কাঠামো থেকে গেছে। ফলে, এই কাঠামোর মধ্যে যেই আসবে, সেই ফ্যাসিস্ট রুপে আবির্ভূত হবে।জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে হবে।”

সভাপতির বক্তব্যে মো: রায়হানুল ইসলাম বলেন, “ইন্টেরিম সরকারকে বলব, কোনো গড়িমসি না করে দ্রুত "জুলাই ঘোষণাপত্র" বাস্তবে রুপ দিতে হবে।”

বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়— এটি এক প্রজন্মের রক্ত, শ্রম, এবং ন্যায্যতার দাবি দিয়ে লেখা এক গণ-সংবিধান।এটি বিকেন্দ্রীকরণ, বৈষম্যহীনতা এবং নৈতিক রাষ্ট্রচিন্তার যৌথ খসড়া যার ভিত্তি হচ্ছে ইনসাফ।

বক্তারা ঐক্যমত পোষন করে আরো বলেন, “জুলাই ঘোষণাপত্র কেবল রাজনৈতিক দাবি নয়, এটি একটি বিপ্লবের স্বীকৃতি এবং তা সংবিধানে কার্যকরভাবে প্রতিফলিত করতে হবে।” এই সভা ছিল এক রাজনৈতিক কাব্য, যার প্রতিটি বাক্য ছিল প্রতিরোধের বারুদ। রাষ্ট্র যদি নীরব থাকে, তবে আমরা তার কণ্ঠ হয়ে উঠবো। ইনসাফই হবে আমাদের রাজনীতি। ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, এটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক আলোচনার ১২ তম পর্ব, যেখানে উঠে আসে অংশীজনের বাস্তব প্রত্যাশা ও রাষ্ট্রচিন্তার সাহসী রূপরেখা। এতে আলেম, শিক্ষক, আইন বিশেষজ্ঞ ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় পিউরিয়া প্রিমিয়াম সুইটস এন্ড পিউর ফুডসের শো’রুম উদ্বোধন

চকরিয়ায় পিউরিয়া প্রিমিয়াম সুইটস এন্ড পিউর ফুডসের শো’রুম উদ্বোধন

চকরিয়া টাইমস : 

সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের নিশ্চয়তার লক্ষ্যে চকরিয়া পৌরশহরের পুরাতন বাস স্টেশনস্থ উত্তরা ব্যাংকের নীচে সেইফ ওশান সিটি মার্কেটে সুবিশাল পরিসরে শুভ উদ্বোধন করা হয়েছে পিউরিয়া প্রিমিয়াম সুইটস এন্ড পিউর ফুডসের শো’রুম। 

বৃহস্পতিবার (১৯জুন) খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কফিল উদ্দিন। 

এতে প্রধান অতিথি ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফারুক, চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এনয়ামুল হক, সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন (এম.এ), পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোহাম্মদ শাহ আলম, বেগম শাহিন আকতার, পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন ও মোহাম্মদ ফাহিম আবরার। 

এসময় চকরিয়া শাখার পরিচালক আমিনুল ইসলাম আমিন, মো. আব্বাস উদ্দিন, ক্বারী রবি উল্লাহসহ লোহাগাড়া চুনতী ও চকরিয়ার সুপরিচিত ওলামা মাশায়েখ, পিউরিয়া ফুডস প্রোডাক্টস লিমিটেড পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। 


চকরিয়া উপজেলা যুব অধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

চকরিয়া উপজেলা যুব অধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

চকরিয়া টাইমস:

ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন যুব অধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট চকরিয়া উপজেলার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) জেলা কমিটির সভাপতি মো. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসাইন সাক্ষরিত সাংগঠনিক প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

ঘোষিত কমিটিতে তামজিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও এ.এস রায়হানকে সাধারণ সম্পাদক হিসেবে বিগত কমিটির পদবী বহাল রেখে নতুন কমিটি প্রকাশ করে কক্সবাজার জেলা যুব অধিকার পরিষদ।

এতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি তামজিদুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি হেলাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, নাছির উদ্দীন, মোঃ শওকত, হাসান উল্লাহ ও হেফাজ উদ্দিন।

সাধারণ সম্পাদক এ.এস. রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মোশারফ, আসাদুল ইসলাম, শুজুর মোহাম্মদ শাহীন, রুম্মান উদ্দিন, জাহাঙ্গীর আলম ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সি.ও মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মিনারুল ইসলাম, রমজান আলী বাপ্পী, মো. রিফাত, অজয় সিং, মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মোল্লা খালেদ, সহ-দপ্তর সম্পাদক মো. সানজিদ বশর।

অর্থ সম্পাদক শওকত ওসমান, সহ-অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার ও প্রচারণা সম্পাদক মোঃ আবু সৌরভ, সহ প্রচারণা সম্পাদক মোঃ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ছৈয়দ হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস, যুব ও ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাছির উদ্দিন, পরিবেশ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শেফায়েত হোসেন, সহ-পরিবেশ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আজিজ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মনির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন ও সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নেজাম উদ্দিন।

কার্যকারী সদস্য ইউনুছ উদ্দিন মারুফ, ছৈয়দ আলম, মিনহাজ উদ্দিন, শিকাব উদ্দিন, রেজাউল করিম, সেলিম খান, মো. সোহেল, মো. মোরশেদ, আবু বক্কর সিদ্দিক, জয়নাল আবেদীন, কবির আহমদ লালু, মো. সোয়াইব ও মো. আরাফাত।

পেকুয়ায় দাঁড়িপাল্লার সমর্থনে এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের গণসংযোগ

পেকুয়ায় দাঁড়িপাল্লার সমর্থনে এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের গণসংযোগ

চকরিয়া টাইমস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। পথে পথে তিনি হাত তুলে অভিবাদন জানিয়ে পথচারি ও সাধারণ মানুষের সালাম গ্রহণ করেন। গাড়ি থামিয়ে বিনিময় করেন কুশলাদি।


শুক্রবার (২০জুন) বিকাল ৩টায় চকরিয়া ইনানী রিসোর্ট থেকে অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে যাত্রা শুরু করে গাড়ি বহর। তিনি দুই শতাধিক মোটরসাইকেলসহ শতশত নেতাকর্মী বিশাল বহর নিয়ে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।

গণসংযোগকালে সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির ও পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, পেকুয়া উপজেলা সেক্রেটারি ডা: নুরুল কবির ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার।

গণসংযোগের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মগনামা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুজর গেফারি।

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবল টুর্নামেন্টে এফসি ও ফুটন্ত কিশোর ক্লাবের জয়

ইসলামনগর মামুনুর রশিদ ফুটবল টুর্নামেন্টে এফসি ও ফুটন্ত কিশোর ক্লাবের জয়

চকরিয়া টাইমস:

চকরিয়ার ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকাল ৩টায় স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ইসলামনগর তরুণ সংঘকে ১-০ গোলে হারিয়ে ইসলামনগর এফসি জয়লাভ করে।

একইদিন দ্বিতীয় ম্যাচে খোচাখালী ফুটন্ত কিশোর ক্লাব ৩-১ গোলে খিলছাদক তরুণ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে।

টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিব উল্লাহ মিসবাহ।

এতে প্রধান মেহমান ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এম. সরয়ার আলম ছরু ও উদ্বোধক ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নেজাম উদ্দিন টিটু।

এসময় ছাত্রনেতা নুরুল মোস্তফা সোহেল, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, শাহাদাত নাদিম অভিসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ তারেক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন চকরিয়ার মেয়ে শাউরিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন চকরিয়ার মেয়ে শাউরিন

চকরিয়া টাইমস :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন শাউরিন আহমদ খান। গত ১৮ জুন একাউন্টিং ডিপার্টমেন্টে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি।

শাউরিন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাহাব উদ্দিন আহমদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম বুলবুল জান্নাতের মেয়ে। একভাই, দুবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তাঁর স্বামী মো. আনিসুজ্জামান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শাউরিনের শিক্ষা জীবনও সাফল্যে ভরা। তিনি ২০১৪ সালে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫.০০, ২০১৬ সালে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাউন্টিংয়ে ভর্তি হয়ে ২য় স্থান অর্জন করে বিবিএ এবং প্রথম স্থান অর্জন করে এমবিএ পাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয় বি.ইউ.পিতে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

শাউরিন বলেন, শিক্ষকতা আমার শখ ছিল। নিজের ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া পৃথিবীর সবচেয়ে আনন্দের ও সম্মানের। চকরিয়ার মত মফস্বল শহরে জন্ম নেওয়া একজন মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশ সেরা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে সম্মানিত করায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি'র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি'র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

চকরিয়া টাইমস:

দক্ষিণ চট্টগ্রাম সুপরিচিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসাপাতাল পিএলসি'র বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (১৭জুন) চুনতি হোটেল মিডওয়ে ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জমজম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু। তিনি স্বাগত বক্তব্য রাখেন।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জমজম হাসপাতালের পরিচালক জি.এম রুকুন উদ্দীন। হাসপাতালের আয় ব্যয়সহ বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিম। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ বিভিন্ন প্রশ্ন-উত্তর প্রাণবন্ত আলোচনা পর্যালোচনার মাধ্যমে সম্পন্ন হয়।

পরিচালক ও শেয়ার হোল্ডারদের মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম, জি.এ.এম আশেক উল্লাহ, আবুল আহমদ, এহছানুল আনোয়ার, মোঃ গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এনামুল হক মনজু বলেন জমজম হাসপাতাল কক্সবাজার ও দক্ষিণ অঞ্চলের সর্বপ্রথম বেসরকারী হাসপাতাল। এই হাসপাতালের সেবার মান ও ঐতিহ্য সর্বমহলে সমাদৃত এই হাসপাতালের সুনাম ধরে রাখতে হলে ডাক্তার নার্স এবং কর্মচারীদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে । তাছাড়া হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডারদের ঐক্যবদ্ধভাবে হাসপাতালের উন্নত সেবা নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী হাসপাতালকে যেন প্রাইভেট মেডিকেল কলেজ করা যায় তার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে । হাসপাতালে আরও প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের অত্যাধুনিক সেবা দানকারী হাসপাতাল হিসাবে পরিণত করতে হবে।

জি.এ.এম আশেক উল্লাহ বলেন, আমরা সকলেই চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে এই হাসপাতালকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সভার দ্বিতীয় অধিবেশনে আগামী ৩বছরের জন্য শেয়ারহোল্ডারগণ ১৩ জন পরিচালক নির্বাচন করেন ।

পরিচালকগণ যথাক্রমে- অধ্যাপক এনামুল হক মনজু, ডাঃ মোহাম্মদ কামাল হোসাইন, মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ গোলাম কবির, মাওলানা মোঃ আব্দুল করিম, জি.এম রুকুন উদ্দীন, কৃষিবিদ শামসুদ্দিন আহমদ, জালাল আহমদ, জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন, এহসানুল আনোয়ার, আ.ন.ম. শহিদুল ইসলাম, এস এম ফখরুল আনাম ও শহিদুল আনোয়ার হক।

একইদিন বিশেষ সাধারণ সভা শেষে নবনির্বাচিত ১৩ জন পরিচালক নিয়ে ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় অধ্যাপক এনামুল হক মনজুকে চেয়ারম্যান, মো. গোলাম কবিরকে এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও, মো. সিরাজুল ইসলামকে ভাইস-চেয়ারম্যান, মাওলানা মোঃ আবদুল করিমকে ব্যবস্থাপনা পরিচালক ও জি.এম রুকুন উদ্দীনকে ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচিত করা হয়। পুরো মিটিং সঞ্চালকের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. গোলাম কবির।