চকরিয়া টাইমস:
চকরিয়ার ইসলামনগরের তরুণ সমাজসেবক মামুনুর রশিদ মামুন প্রদত্ত ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকাল ৩টায় স্থানীয় শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ইসলামনগর তরুণ সংঘকে ১-০ গোলে হারিয়ে ইসলামনগর এফসি জয়লাভ করে।
একইদিন দ্বিতীয় ম্যাচে খোচাখালী ফুটন্ত কিশোর ক্লাব ৩-১ গোলে খিলছাদক তরুণ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে।
টুর্নামেন্টের আয়োজক ইসলামনগরের তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিব উল্লাহ মিসবাহ।
এতে প্রধান মেহমান ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এম. সরয়ার আলম ছরু ও উদ্বোধক ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নেজাম উদ্দিন টিটু।
এসময় ছাত্রনেতা নুরুল মোস্তফা সোহেল, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, শাহাদাত নাদিম অভিসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ তারেক।
0 comments: