চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরশহরের প্রবেশদ্বার মাতামুহুরী সেতুর উভয় পাশে সৌন্দর্য বর্ধণে সড়ক ডিভাইডারে রোপণ করা হয়েছে খেজুর গাছের চারা।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন মিয়া, ছাত্র প্রতিনিধি, মালুমঘাট ব্লাড ব্যাংক, সমাজ কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র মনে করেন, এ উদ্যোগে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে সড়কে ছায়া প্রদান করবে এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। এটি শুধু একটি গাছ লাগানো নয়; ভবিষ্যতের জন্য একটি সবুজ বিনিয়োগ বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
0 comments: