চকরিয়া টাইমস:
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা এবং মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য গত সোমবার ৪ আগস্ট ও বুধবার ৬আগস্ট দুই দিনব্যাপি অভিভাবক সমাবেশ-২০২৫ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সভাপতিত্বে প্রথমদিন অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, আলোকিত মানুষ গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় বিদ্যালয়ে মানসম্মত পড়ালেখা নিশ্চিত করতে হলে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই আদরের সন্তানদের নৈতিক দীক্ষা ও মেধার প্রতিযোগিতায় এগিয়ে নিতে সকলকে আন্তরিক হতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কক্সবাজারের প্রকৌশলী অমিত নিহা ও উপজেলা একাডেমিক সুভাইজার রতন কুমার বিশ্বাস।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক-অভিভাবিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান ও নরেশ রুদ্র টিটু।
0 comments: