চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৫ শনিবার (১৬ আগস্ট) দিগরপানখালি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ এনামুল হক। 

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ বদরী ও জেলা শ্রমিকদলের সভাপতি সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম কাউন্সিলর।

প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহামদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মো: ইউনুস, আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল আহামদ সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল কাঁকন ও লক্ষ্যারচর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিক প্রমুখ। 

এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  

এদিকে  ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা ও উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ যারা দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে স্ব-শরীরে উপস্থিত থেকে সফল ও স্বার্থক করেছেন। পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীকে, যারা আমাকে আহবায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত সাংগঠনিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকে (১-৯) ওয়ার্ড  থেকে বিশাল বিশাল মিছিল সহকারে সম্মেলন স্থলে এসে সফলতা এনেছেন এবং দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আমাকে সভাপতি পদ প্রার্থী হিসেবে ব্যাপক ভাবে সমর্থন দিয়ে সম্মানিত করেছেন তাদের কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকলাম। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: