চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

শাহজালাল শাহেদ, চকরিয়া টাইমস: 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শুরু হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের অভ্যান্তরীণ প্রদক্ষিণ করে অফিসার্স কোয়ার্টারস্থ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

র‌্যালি ও পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. মোসাদ্দেকুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আহমদ ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. ওমর আলী। 

পরে অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি হিসেবে মো. আবদুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণে সফলতার স্বীকৃতি হিসেবে মোহাম্মদ কাজল হোছাইন ও চিংড়ি উৎপাদনে সফলতার স্বীকৃতির হিসেবে মাওলানা মো. শহিদুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: