শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন চকরিয়া থানার নবাগত ওসি মো. তৌহিদুল আনোয়ার।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় চকরিয়ার সার্বিক আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি এ সভার আয়োজন করেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন তথ্য তুলে ধরে কর্মরত সাংবাদিকেরাও বক্তব্য রাখেন।
এসময় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও চকরিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ বাসযোগ্য চকরিয়া উপজেলা গড়তে ঐক্যমত পোষণ করেন।


0 comments: