চকরিয়া টাইমস:
ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগি সংগঠন চকরিয়ার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকাল চারটায় অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আবদুল কাদের প্রাইম। তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চিরিংগা ফুলকলির সামনে এসে শেষ হয়। এরআগে গণঅধিকার পরিষদ চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় গণঅধিকার পরিষদ জেলা সভাপতি হেলাল উদ্দিনসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে গণঅধিকার পরিষদের চেয়ারম্যান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
0 comments: